বুধবার, ৩ জুলাই, ২০১৩

একটু একটু করে

একটু একটু করে

একটু একটু করে মানুষের জীবন বদলে যায়
কিন্তু আমি কেন পারিনা আমার
জীবন টাকে বদলে নিতে ।
কেন একটা রঙ্গিন স্বপ্নের স্পর্শে
আমি যেতে পারিনা , কেন বদলাতে
পারিনা রঙ্গিন স্বপ্নের মত করে
আমার জীবন ।
কেন আমি কারো অনুভূতি গুলোকে
মূল্য দিতে পারি না ।
তবে তুমি জানো
কত বার যে আমি কল্পনা দিয়ে
আমার স্বপ্ন গুলো কে জীবিত
করতে চেয়েছি তা শুধু আমিইজানি,
ব্যর্থ হয়েছি বার বার
কারণ মৃত স্বপ্ন গুলো কে
আমি নতুন প্রাণ দিতে
পারি নি
আসলে আমার কাছে তোমার
যে স্বপ্ন গুলো রয়ে গেছে
সে গুলো কেমন জানি
নিষ্ঠুর হয়ে গেছে শুধু আমাকে
কষ্ট দেয় একটু ও আনন্দ দেয় না ।
বার বার আমাকে পরাজিত
করে সেই কান্নাতে নিয়ে গিয়ে ।
কিন্তু কেন এমন
কেন পরিবর্তনের এক আচমকা
স্পর্শে আমাকে বদলে দেয় না
আমি যে বদলে যেতে চাই
সত্যিই আমি এখন
বদলাতে চাই , এক নতুন জীবনে
যেখানে থাকবে না পুরনো স্বপ্নের
কোন কল্পনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন