রবিবার, ৪ আগস্ট, ২০১৩

ডিভোর্স নিয়ে ভাবনায় আছেন সারিকা!

সারিকা!

 বিয়ে হওয়ার মাত্র ৮ মাসের মাথায় ডিভোর্সের কথা ভাবছেন সারিকা। স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে তিনি
তার স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছেন। তবে তা বাস্তবে নয়, ‘পান্ডুলিপির শেষের কথা কি ছিল?’ নামের নাটকে।

তবে কুমারী মেয়ে সারিকার এই ডিভোর্স ভাবনা বাস্তবে নয়, মো. মেহেদী হাসান জনির রচনা এবং সাখাওয়াৎ হোসেন মানিকের পরিচালনায় ‘পান্ডুলিপির শেষের কথা কি ছিল?’ শিরোনামের একটি নাটকে সারিকাকে ডিভোর্সের কথা ভাবতে দেখা যাবে।

এ নাটকে সারিকার স্বামীর চরিত্রে থাকবেন সজল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন