শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

জনপ্রিয় হতে নগ্ন ছবি উঠিয়ে পোস্ট

সেক্স


নাইজেরিয়ায় টুইটার তরুণীদের নগ্ন ছবিতে ভরে যাচ্ছে। এটাকে তারা জনপ্রিয় হওয়ার অন্যতম একটা উপলক্ষ হিসেবে ব্যবহার করছে।
দেখা যাচ্ছে, নারীরা গোপনে তাদের নগ্ন ছবি উঠিয়ে তা তাদের টুইটার একাউন্টে পোস্ট করে। এতে
তাদের অনেক অনুসারী জুটেও যায়। দেশটির পিতা-মাতারা জনপ্রিয় হওয়ার এই সস্তা উপায় থেকে মেয়েদের ফেরাতে চেষ্টা করছেন।

প্রিটি ওসারো নামের এক নাইজেরিয়ান নারী তার টুইটার একাউন্টে নগ্ন ছবির পাশাপাশি লেখেন, আমি জনপ্রিয় হতে চাই। যে কোনভাবে। কে কি বললো তাতে আমার কিছুই আসে যায় না।

এক নাইজেরিয়ান নারী আমেরিকান তারকা কিম কার্দেশিয়ানের ১৭ মিলিয়ন টুইটার ফলোয়ার দেখে তাকে টুইট করেন, আমি আপনার চেয়ে আবেদনময়ী নই? দয়া করে আমাকে টুইট করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন