golpo kotha
সে দিনটি ছিল 20 ফেব্রুয়ারি,২০০৫
সালের বিকাল বেলা। বন্ধুদের সাথে আড্ডাই মেতে ছিলাম। হঠাৎ করে মুঠোফোনের আওয়াজ এ চমকে উঠলাম। রিসিভ করতেই ও পাশ থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ
'হ্যালো
কে বলছেন?'
'আমি
রানা,আপনি কে?'
আর কোন কথা না বলে লাইনটা কেটে
দিলো।
আমি ফোন করলাম কিন্তু রিসিভ করল
না। কিছুক্ষণ
পর আবার ঐ নাম্বার থেকে ফোন এলো। এবার
রিসিভ করে আমি কোন কথা বললাম না।সেই
বলতে লাগল 'আমি তিনা।আপনার সাথে কিছুক্ষণ
কথা বলতে চাই,আপনি কি আমাকে একটু সময়
দিবেন?'
একটু একটু করে কথা বলতে বলতে কখন
যে ঘণ্টা পার হয়ে গেলো নিজেও
জানি না।
তিনা ধীরে ধীরে তার প্রতি আমাকে
দুর্বল
করিয়ে নিলো।আমিও মনের
অজান্তে ভালোবেসে ফেললাম তাকে।বুকের ভিতর
ভালোবাসা সমুদ্রের ঢেউ এর মত
গর্জন
করতে থাকে।ভালবাসায় এত সুখ আমার জানা ছিল
না,একটি মুহূর্ত যেন মনে হয় হাজার বছরের
সমান।
এক সময় দুজন দুজনকে দেখার জন্য
মরিয়া হয়ে উঠলাম।অবশেষে এলো সেই দীর্ঘ
প্রতীক্ষার শেষ প্রহর। তিনা কে দেখার জন্য তারই
দেওয়া ঠিকানা অনুযায়ী উপস্থিত
হলাম।
তাকে দেখে আমি মুগ্ধ হলাম।মানুষ যে এত
সুন্দরী হয় আমার জানা ছিল না।যাকে বলে ভয়ঙ্কর
সুন্দরী।

আমাদের দেখাটা হয়েছিল পার্কে।
পার্কে বসে দুজনে রোমান্টিক মুডে
ছিলাম। হঠাৎ
করে বিকালের আকাশটা কালো মেঘে
ছেয়ে গেলো।
কয়েকটা বখাটে ছেলে আমাদের দিকে
এগিয়ে এলো।
বুঝতে পারলাম কিছু হারাতে হবে,কিন্তু এত কিছু
যে হারাতে হবে টা কল্পনাতেও ছিল
না। তিনা আমার
হাত ছেড়ে ওদের পাশে এসে দাঁড়ালো।
আমাকে বিনা দোষে দোষী বানাল। আমার বুকের
ভিতরটা যেন কালবৈশাখী ঝড় বইতে
শুরু করল।
আমি বোবার মত তিনার দিকে তাকিয়ে
ছিলাম।
বখাটের দল আমার কাছ থেকে
টাকাপয়সা সহ
মোবাইল সেটটা কেড়ে নিল।আমি ভাবতে থাকলাম
এটাই ছিল আমার কপালে? টাকা পয়সার
চেয়ে মানসম্মান অনেক বড়। বখাটের দল সবকিছু
নিয়ে তিনার হাতে দিলো। তিনা হাসতে হাসতে আমার
দিকে এগিয়ে এলো। আমার হাতে দুইশ
টাকা দিয়ে বললও'তুমি অনেক দূর থেকে এসেছ,তাই
তোমাকে গাড়ি ভাড়া দিলাম।'
আমি টাকাটা নিতে চাইছিলাম না,সে জোর করে আমার
পকেটে টাকা ভরে দিয়ে বললও 'এটা তো কিছুই না।
তোমার সঙ্গে কথা বলে যে সময় নষ্ট
হয়েছে এটা তারই দাম মাত্র।'
আমি পরাজিত সৈনিক এর মত হার মেনে
বাড়ির
পথে রওনা দিলাম। ভালোবেসে সময়ের মূল্য
দিতে হবে আগে জানতাম না। ভালবাসায় এতো কষ্ট
তাও আমার জানা ছিল না। তিনা আমার
সঙ্গে যে নাটক করলো,এমন নাটক আর কেউ যেন
না করে। আমার ভালোবাসা
পুকুরের পানির মত
নিস্তব্ধ হয়ে গেল............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন