শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

golpo kotha

সে দিনটি ছিল 20 ফেব্রুয়ারি,২০০৫ সালের বিকাল বেলাবন্ধুদের সাথে আড্ডাই মেতে ছিলামহঠাৎ করে মুঠোফোনের আওয়াজ এ চমকে উঠলামরিসিভ করতেই ও পাশ থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ
'হ্যালো কে বলছেন?'
'
আমি রানা,আপনি কে?'
আর কোন কথা না বলে লাইনটা কেটে দিলো
আমি ফোন করলাম কিন্তু রিসিভ করল নাকিছুক্ষণ
পর আবার ঐ নাম্বার থেকে ফোন এলোএবার
রিসিভ করে আমি কোন কথা বললাম নাসেই
বলতে লাগল 'আমি তিনাআপনার সাথে কিছুক্ষণ
কথা বলতে চাই,আপনি কি আমাকে একটু সময়
দিবেন?'
একটু একটু করে কথা বলতে বলতে কখন
যে ঘণ্টা পার হয়ে গেলো নিজেও জানি না
তিনা ধীরে ধীরে তার প্রতি আমাকে দুর্বল
করিয়ে নিলোআমিও মনের
অজান্তে ভালোবেসে ফেললাম তাকেবুকের ভিতর
ভালোবাসা সমুদ্রের ঢেউ এর মত গর্জন
করতে থাকেভালবাসায় এত সুখ আমার জানা ছিল
না,একটি মুহূর্ত যেন মনে হয় হাজার বছরের সমান
এক সময় দুজন দুজনকে দেখার জন্য
মরিয়া হয়ে উঠলামঅবশেষে এলো সেই দীর্ঘ
প্রতীক্ষার শেষ প্রহরতিনা কে দেখার জন্য তারই
দেওয়া ঠিকানা অনুযায়ী উপস্থিত হলাম
তাকে দেখে আমি মুগ্ধ হলামমানুষ যে এত
সুন্দরী হয় আমার জানা ছিল নাযাকে বলে ভয়ঙ্কর
সুন্দরী
আমাদের দেখাটা হয়েছিল পার্কে
পার্কে বসে দুজনে রোমান্টিক মুডে ছিলামহঠাৎ
করে বিকালের আকাশটা কালো মেঘে ছেয়ে গেলো
কয়েকটা বখাটে ছেলে আমাদের দিকে এগিয়ে এলো
বুঝতে পারলাম কিছু হারাতে হবে,কিন্তু এত কিছু
যে হারাতে হবে টা কল্পনাতেও ছিল নাতিনা আমার
হাত ছেড়ে ওদের পাশে এসে দাঁড়ালো
আমাকে বিনা দোষে দোষী বানালআমার বুকের
ভিতরটা যেন কালবৈশাখী ঝড় বইতে শুরু করল
আমি বোবার মত তিনার দিকে তাকিয়ে ছিলাম
বখাটের দল আমার কাছ থেকে টাকাপয়সা সহ
মোবাইল সেটটা কেড়ে নিলআমি ভাবতে থাকলাম
এটাই ছিল আমার কপালে? টাকা পয়সার
চেয়ে মানসম্মান অনেক বড়বখাটের দল সবকিছু
নিয়ে তিনার হাতে দিলোতিনা হাসতে হাসতে আমার
দিকে এগিয়ে এলোআমার হাতে দুইশ
টাকা দিয়ে বললও'তুমি অনেক দূর থেকে এসেছ,তাই
তোমাকে গাড়ি ভাড়া দিলাম'
আমি টাকাটা নিতে চাইছিলাম না,সে জোর করে আমার
পকেটে টাকা ভরে দিয়ে বললও 'এটা তো কিছুই না
তোমার সঙ্গে কথা বলে যে সময় নষ্ট
হয়েছে এটা তারই দাম মাত্র'
আমি পরাজিত সৈনিক এর মত হার মেনে বাড়ির
পথে রওনা দিলামভালোবেসে সময়ের মূল্য
দিতে হবে আগে জানতাম নাভালবাসায় এতো কষ্ট
তাও আমার জানা ছিল নাতিনা আমার
সঙ্গে যে নাটক করলো,এমন নাটক আর কেউ যেন
না করেআমার ভালোবাসা
tomainiyalekha.blogspot.com
পুকুরের পানির মত
নিস্তব্ধ হয়ে গেল............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন