শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ফর্সা ও হ্যান্ডসাম একটা ছেলের পাশে কালো ,

ফর্সা ও হ্যান্ডসাম একটা ছেলের পাশে কালো ,চাপা ভাঙ্গা একটি মেয়ে..!
কিংবা খুব সুন্দরী একটি মেয়ের সঙ্গে বোকা বোকা চেহারার একটি ছেলে..!
সবার চোখে একদম বেমানান কাপল..!
আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখি এই ‘বেমানান’ কাপলদের..!
কি প্রবল ভালোবাসা নিয়েই না একজন আরেকজনের দিকে তাকায়..!
যেন তার সঙ্গীটিই রাজকুমার কিংবা রাজকুমারী।
পুরো দুনিয়ার কটাক্ষ তুচ্ছ করে কতো যত্নেই না সঙ্গীর হাত আঁকড়ে ধরে রাখে..!
যেন সবাই যা বলে বলুক না...!
আমি তো বলছি ‘ভালোবাসি, শুধু তোমাকেই..!’
কী যে চমৎকার লাগে...
বেমানান কাপলগুলো মনে করিয়ে দেয় যে...
পৃথিবীতে আসল ভালোবাসা বলে অবশ্যই কিছু আছে...
সব ভালোবাসা শরীর কিংবা চেহারাকে ঘিরে আবর্তিত হয় না..!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন