বুধবার, ১ মে, ২০১৩

শুধু তোমার জন্য অপেক্ষা।

শুধু তোমার জন্য অপেক্ষা।
পেলে করবেনা আমায় নিরাশা,
বন্ধু হিসেবে না দেখলেও,
শত্রু হিসেবে হলেও আমায় একটু ভাবো.........।

মিষ্টি করে না ডাকলেও,
রেগে আমায় ডাকো......।

ভালো আমায় না বাসলেও ,
ঘৃণা টুকু করো.........।

তাতেই আমি ভাববো ,তুমি আমায় মনে তো করো। সেটা ভালবাসা হোক বা ঘৃণা হোক। তোমার জন্যই আমার ভালবাসা।
যদিও তুমি আমায় আর বাসবে না ভালো........... .... চলে যাবে অনেক দুরে.........আর হয়তো তোমাকে ধরে রাখতে পারব না.........কিন্তু তারপর ও ভালবেসে যাবো..................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন