বুধবার, ১ মে, ২০১৩

প্রেমের কবিতা

তুমি ছিলে কাল রাতে জ্যোৎসনার সাথী.....

নিয়ে ছিলে মন খানি দিয়ে দু টি আঁখি........

হাত রেখে দু টি হাতে,দিয়ে ছিলে কথা.......

এ জীবনে মোর প্রাণে দিবে নাকো ব্যাথা.....

সব কথা ভুলে আজ তুমি চলে গেলে.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন