ভারতের রাজধানী নয়াদিল্লির তিহার কারাগারে আটক ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে রোজা পালন করছেন ৪৫ জন হিন্দু বন্দি।পবিত্র রমজান শুরুর প্রথম দিন থেকেই এ সব হিন্দু কয়েদি ‘রোজা’ রাখা শুরু করেছেন এবং তারা সারা মাস ধরেই ‘রোজা’ পালন করবেন বলে এরই মধ্যে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। তিহার কারাগারের আইন কর্মকর্তা সুনীল গুপ্ত এ কথা জানিয়েছেন।তিনি বলেন,কারাগারে আটক প্রায় ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে এই ৪৫ জন হিন্দু বন্দিও রোজা পালন করছেন। হিন্দু বন্দিদের এ আচরণকে সম্প্রীতি ও সৌহার্দ্যের চমত্কার উদাহরণ হিসেবে অভিহিত করেন তিনি।ভারতের কঠোর নিরাপত্তাবেষ্টিত এ কারাগারের ধারণ ক্ষমতা ৬ হাজার হলেও বর্তমানে সেখানে সাড়ে তিন হাজার মুসলমান বন্দিসহ ১৩ হাজার কয়েদি রয়েছে।সুনীল গুপ্ত আরো জানান, সেহরি ও ইফতারের আয়োজন করাসহ রোজ পালনরত বন্দিরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়েন কারা কর্তৃপক্ষ তার পুরো ব্যবস্থা করেছে।
সুত্রে ঃহ্যালো টুডে
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন