বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

আমার চোখে তুমি

ভয় পাইনা আমি
     যে যাই বলুক লোকে
চিরদিনই থাকবে তুমি
      আমার চোখে চোখে

মনের মধ্যে আছ তুমি
      রেখেছি করে আপন
তোমায় স্নরন করে আমি
      করি প্রতিদিন যাপন ।

একটুখানি আড়াল হলেই
      লাগেনাতো ভালো
গভীর মেঘে আচ্ছন্নতে
      মন হয়ে জায় কালো ।

বহু কষ্টে পেয়েছি তোমায়
      ছাইনা আর হারাতে
তোমার হাতে রেখে হাত
      চাই একসাথে দাড়াতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন