বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

আমার আমি

আমাকে সবাই ভাবে বোকা
তাই আমাকে দেয় তারা ধোকা
আমি কি আসলে তাই
তোমার কাছে জানতে চাই ।

ছোট্ট এ জীবনে দিয়েছি কত
বিসর্জন দিয়েছি সিন্ধু
তার বদলে চেয়েছি কিছুই
পাইনিতো এক বিন্দু ।

বহু কষ্ট শেষে আমি
পেয়েছি সুখের ঠিকানা
জানিনা আমি এখনও
এ সুখ আমার টিকবে কিনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন