valobasar thikana

১. কারো চোখ, বা ঠোঁট কিংবা সুগঠিত শরীর এর
কারনে ভালো লাগে
-তবে টা ভালবাসা নয়, বাছাই করা...
২. কারো বুদ্ধিমত্তা বা জীবনের
দূরদর্শিতা থেকে কাউকে ভালো লাগে
-তবে তা ভালবাসা নয়, প্রশংসা মাত্র...
৩. কারো অর্থ-সম্পত্তি দেখে কাউকে ভালো লাগে
-তবে তা ভালবাসা নয়, লোভ...
৪. কেউ ছেড়ে যেতে চাচ্ছে বলে অপরজন সবসময় কাঁদে
-তবে তা ভালবাসা নয়, করুণা...
৫. মনঃবাসনা পূরণের জন্য কাউকে দরকার হলে
-তবে সেটা ভালবাসা না, লালসা...
৬. যদি এটা ঘুমাতে, খেতে কিংবা পড়তে ভুলিয়ে দেয়
-তবে তা ভালবাসা নয় মোহ...
৭. আপনি জানেন না কেন তবু ওই
মানুষটাকে ভালো লাগে
-তবে সেটাই ভালবাসা...
-ভালবাসতে কেবল একটি কারন লাগে আর তা হল অজানা ।
 
Top