নো নিদ্রা কুসুম গান
কুমির উঠিয়া খাইয়া গেল
নৌকায় তোলা সব ধান!
কবির কথা শুনিয়া পাগল
মিটমিট করে হাসে
কুমিরে ধান খাইলে পড়ে
কে যেন গো ফাঁসে?
পাগলের প্রশ্ন শুনিয়া বিজ্ঞ
উত্তর দেবে কী
নিজেই ধরিল পাগলে বেষ
পাগল বলে ছিঃ
ধান খাইলে রাক্ষসে খায়
পাগল ওঠিয়া বলে
বিজ্ঞ বলিল চুপ, বেয়াদপ
শুনি নি যা কোনো কালে
ধমক খাইয়া পাগল বলে
ব্যাটা, আসলে একটা পাগল
তা না হলে শোয়ার ঘরে
রাখে কি কেউ ছাগল?
এবার বিজ্ঞ গরম হইয়া
ধরিল পাগলের হাত
এত বড় সাহস ছাগল বলিস
খা এখন লাল দালানের ভাত
মনে মনে পাগল বড়ই খুঁশি
জেল হাজতে গিয়েও
সত্যি কথায় খাবার জোটে
ডাণ্ডাবেড়ি পায়েও!
মোঃ রাশেদুল কবির আজাদ
কাব্যগ্রন্থঃ আমারই সাড়ে তিন যুগ
রচনাকাল ও সময় ০২/০৬/২০১৩
সময়-বেলা ২-২২ মিনিট
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন