বর্তমানে সঞ্জয় লীলা বানসালির নতুন ছবিতে কাজ করছেন হাল সময়ের ব্যাস্ততম বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবির নাম ‘মেরি কম বায়োপিক’। ,,মত কাজ করছেন প্রিয়াংকা। তাই চুক্তির পর থেকেই ছবিটির প্রতি আলাদা আগ্রহ প্রিয়াংকার। ছবিতে অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক প্রাপ্ত মেরি
কম এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। মেরি কম হলেন ভারতের সবচেয়ে আলোচিত নারী বক্সিং খেলোয়ার। চ্যালেঞ্জিং এই চরিত্রটি করার জন্য নিজের শতভাগ উজার করেই কাজ করে যাচ্ছেন প্রিয়াংকা। এদিকে প্রিয়াংকার পিতৃবিয়োগ ঘটে গত মাসেই। কিন্তু পেশাগত দিকের কথা মাথায় রেখে বাবার মৃত্যুর ৮ দিনের মাথায়ই এই ছবির শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে এই ছবিতে বক্সিং খেলোয়ার হয়ে অভিনয় করতে গিয়ে গত কয়েক দিন ধরে ঘাম ঝরানো কসরত করতে হচ্ছে প্রিয়াংকাকে। বিশেষ করে মাসল বাড়ানোর জন্য প্রতিদিন অনেক বেশি ওজনের ইন্সট্রুমেন্ট দিয়ে জিম করছেন তিনি। সামির জাউরা নামের একজন ট্রেইনার রাখা হয়েছে প্রিয়াংকার জন্য। সামির প্রতিদিনই অনেক সময় ধরে প্রিয়াংকাকে বডি বিল্ডিং প্রশিক্ষণ দিচ্ছেন। এ বিষয়ে সামির বলেন, এই চরিত্রের জন্য প্রিয়াংকার মাসল থাকা অত্যাবশ্যক। তবে আমরা খুব বেশি মাসল চাচ্ছি না। চাচ্ছি ভাল একটা শেপ এ নিয়ে আসতে। আর শারিরীক ফিটনেসও বাড়ানোর চেস্টা চলছে। প্রিয়াংকা অনেক আগ্রহ নিয়েই প্রশিক্ষণ নিচ্ছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই সঠিক একটি ফিটনেসে প্রিয়াংকাকে নিয়ে আসা যাবে। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, সত্যি বলতে অনেক কস্ট হচ্ছে মাসল বানাতে গিয়ে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কসরত করছি এর জন্য। এরই মধ্যে অনেকখানি পরিবর্তন ঘটেছে আমার ফিটনেসে। তবে আমি খুব উপভোগ করছি এই কসরত করতে। নতুন কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হচ্ছে।
কম এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। মেরি কম হলেন ভারতের সবচেয়ে আলোচিত নারী বক্সিং খেলোয়ার। চ্যালেঞ্জিং এই চরিত্রটি করার জন্য নিজের শতভাগ উজার করেই কাজ করে যাচ্ছেন প্রিয়াংকা। এদিকে প্রিয়াংকার পিতৃবিয়োগ ঘটে গত মাসেই। কিন্তু পেশাগত দিকের কথা মাথায় রেখে বাবার মৃত্যুর ৮ দিনের মাথায়ই এই ছবির শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে এই ছবিতে বক্সিং খেলোয়ার হয়ে অভিনয় করতে গিয়ে গত কয়েক দিন ধরে ঘাম ঝরানো কসরত করতে হচ্ছে প্রিয়াংকাকে। বিশেষ করে মাসল বাড়ানোর জন্য প্রতিদিন অনেক বেশি ওজনের ইন্সট্রুমেন্ট দিয়ে জিম করছেন তিনি। সামির জাউরা নামের একজন ট্রেইনার রাখা হয়েছে প্রিয়াংকার জন্য। সামির প্রতিদিনই অনেক সময় ধরে প্রিয়াংকাকে বডি বিল্ডিং প্রশিক্ষণ দিচ্ছেন। এ বিষয়ে সামির বলেন, এই চরিত্রের জন্য প্রিয়াংকার মাসল থাকা অত্যাবশ্যক। তবে আমরা খুব বেশি মাসল চাচ্ছি না। চাচ্ছি ভাল একটা শেপ এ নিয়ে আসতে। আর শারিরীক ফিটনেসও বাড়ানোর চেস্টা চলছে। প্রিয়াংকা অনেক আগ্রহ নিয়েই প্রশিক্ষণ নিচ্ছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই সঠিক একটি ফিটনেসে প্রিয়াংকাকে নিয়ে আসা যাবে। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, সত্যি বলতে অনেক কস্ট হচ্ছে মাসল বানাতে গিয়ে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কসরত করছি এর জন্য। এরই মধ্যে অনেকখানি পরিবর্তন ঘটেছে আমার ফিটনেসে। তবে আমি খুব উপভোগ করছি এই কসরত করতে। নতুন কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন