বিনোদন ডেস্ক: সব প্রস্তুতি শেষ। এখন শুধু অপেক্ষা ক্ষুদে গান রাজ পড়শীর ৩য় এ্যালবাম মুক্তির।
রেকর্ডিং, ফটোসেশন, কাভার ডিজাইন, প্রকাশনা প্রতিষ্ঠান এমনকি একটি গানের মিউজিক ভিডিওর শুটিংও শেষ করে ফেলেছেন এই ক্ষুদে গানরাজ। জানা যায়, ১৫ রোজার দিকে জি-সিরিজের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যালবামটি। পড়শী জানান, এবারের অ্যালবামে মোট গান থাকছে ১১টি। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, আরফিন রুমি, ইমরান, hyjhghg.jpgঅদিত ও জুয়েল মোর্শেদ। পড়শী-৩ অ্যালবামের জন্য গান লিখেছেন আসিফ ইকবাল, সোহেল আরমান, জুলফিকার রাসেল, অনুরূপ আইচ ও রবিউল ইসলাম জীবন। বেশ বড় বাজেটের এ অ্যালবাম প্রসঙ্গে পড়শী বলেন, সবকিছু এরই মধ্যে গুছিয়ে ফেলেছি। চাইলে রোজার প্রথম সপ্তাহেও অ্যালবামটি মুক্তি দিতে পারি। তবে সেটা আর হচ্ছে না। কারণ, সবকিছুরই একটা পরিকল্পনা আছে। সে হিসেবে জি-সিরিজ ভাবছে ১৫ থেকে ২০ রোজার মধ্যে যে কোনো শুভ দিন দেখে অ্যালবামটি প্রকাশের। পড়শী আরও জানান, এবারের অ্যালবামে মেলোডি, রক, আরএনবি এবং একটি সম্পূর্ণ ক্লাসিক্যাল ঘরানার গান থাকছে। যেমনটা আগে করা হয়নি। পড়শীর প্রত্যাশা, এবারের সবক’টি গানই শ্রোতা-সমালোচকদের জন্য একটু ভিন্ন বার্তা পৌঁছে দেবে। কারণ, গেল দুই অ্যালবামের চেয়ে এ অ্যালবামের কথা-সুর-কণ্ঠে-কম্পোজিশনে পরিবর্তন রাখার চেষ্টা করেছি। অ্যালবামের গানের শিরোনামগুলো এমন- হৃদয় আমার, জনম জনম, একটু একটু প্রভৃতি। এর মধ্যে রবিউল ইসলাম জীবনের কথায় জনম জনম শীর্ষক গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন