যে কথা হয়নি বলা আগে
by *অভিষেক ঘোষ*
থাক না বলায় থাক
যে কথা হয়নি বলা আগে
শুরুতেই যে কথা শেষ হয়ে গেছে
সে কথা তুলে আর কি হবে ?
আমিতো বেশ আছি ভালো
গুছিয়ে নিজেকে নিজেই
না বলে গিয়েছো চলে,নিয়েছি তো মেনে
পা ধরে sorry বলার অভ্যাস আমার নেই
হয়তো কোনদিন স্মৃতির দুয়ার খুলে খুজবো তোমায়
অগভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা হানা দিতে পারে
তবুও ভুল করে ডাকবোনা তোমায়
আমার দেওয়া পুরানো নামটি ধরে
না রয় সব সম্পর্ক চিরজীবন
না হয় মানুষের সব চাওয়া পূরণ
এখনও সেই পুরানো জায়গায় রোজ বিকেলে বসি
সময় পেলে একদিন এসো
গল্প করা যাবে,বসে পাশাপাশি ৷
1 comments:
নতুন উপায়ে মেয়েদের মন জয় করতে চাইলে আমার সাইটে ভিজিট করুন
www.valobasargolpo2.xyz
একটি মন্তব্য পোস্ট করুন