আমি লক্ষ করলাম আমি বরের বেশে আছি । মানসিকভাবে একটু প্রশান্তি ও পেয়েছি মনে হয় । কোন এক কারনে মনটা খুব চন্ঞল । একটু পর আশে পাশের লোকজনের ব্যস্ততা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি যে আজ আমার বিয়ে । images?q=tbn:ANd9GcSRNq0AE7ycMOCpKgI12Z1 কিছু বুঝে ওঠার আগেই দেখলাম আমার খালাত বোন আমাকে বলছে , "কিরে , তাড়াতাড়ি রেডি হ । যেতে হবেনা ?" আমি এমন ভাব করলাম যে আমার না গেলেও চলবে । একটু পর দেখি চোখের পলকে পৌছে গেছি একটি গ্রামের মাটির বাড়িতে । আমার সামনে সূন্দর একটি মেয়ে । তাকে চিনতে ভুল করলাম না । ফেসবুকে লগইন করলেই যার প্রোফাইলে গিয়ে পিকচার টা দেখি সেই আজকে আমার সামনে লাল শাড়িতে বসে আছে । চোখকে বিশ্বাস করতে পারলাম না । তার নামটা গোপনীয় রক্ষার্থে বললাম না । images?q=tbn:ANd9GcQqpYTz8KB-Ia-EmJQj9eb আমাদের বাসরের ব্যবস্থা করা হলো সেই বাড়িতেই । কিন্তু সমস্যা হলো ঐ বাড়িতে থাকার জায়গা নাই । বিধায় বাসর cancle . . . সবাইকে একটি বড় ঘরে রাখার ব্যবস্থা হলো । সেই সাথে আমাদের ও । ঘরের যে পাশে দরজা আছে সেই পাশে আমার খালাত বোন আর কয়েকটি আপু রা থাকল । আর আমাদের মানে নতুন দম্পতিদের জন্য বরাদ্দ হলো এক কোণে । এই ঘরটা অন্ধকার । অপরিচিত একটা ঘর । হঠাত্‍ আমার মোবাইলে একটা ফাঁকা মেসেজ আসল । মেসেজটির নাম্বার ছিলনা । আমি ভয় পাইনি । বিষয়টাকে গুরুত্ব না দিয়ে মোবাইলটা চার্জে দিয়ে এলাম । এসে দেখি ও [আমার বউ] ঘরে নাই । এখনও ঘরে কেউ আসেনি । এবার আপু এল । আমি আমার বউ কোথায় তা জিজ্ঞেস করলাম । আপু বলল ওর একটা বান্ধবী এসে ডাক দিয়েছে তাই ও ঘরে গেল । চলে আসবে তুই শুয়ে পড় । আমি কিছু বলার আগেই দেখলাম বউ চলে এসেছে । আমাকে দেখেই লজ্জা পেয়েছে । আমিও তার সাথে গিয়ে ঘরের এক কোণে বসে পড়লাম । আমরা অনেক কথা বললাম । এরপর ও বলল ঘুমাবে । আমিও তার পাশে শুয়ে পড়লাম । . . . .তারপরে কতক্ষন ঘুমেছিলাম তা জানিনা । কিছুক্ষন পর চোখ খুলে দেখি আমি বাহিরে . . . . একটি খোলা মাঠে একা দাড়িয়ে আছি । কোনদিকেই কিছু নাই । সামনে একটা খয়েরী দরজা । তাছাড়া চারিদিকে পাওয়ার সেভিং বাল্বের মত সাদা উজ্জল আলো । আমি শুধু দরজা ছাড়া কোনদিকে তাকাতে পারছিনা । এইমাত্র ভোর হয়েছে এরকম পরিবেশ । ঠান্ডা হাওয়া বইছে । আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমি ধবধবে সাদা অদ্ভুত এক রকমের পোশাক পরে আছি । আমি আস্তে আস্তে অবাক হয়ে হাঁটতে লাগলাম । দরজার কাজে যেতেই দরজাটি সয়ংক্রিয় ভাবে নিজেই ধীরে ধীরে খুলে গেল । তারপর দেখলাম বিল্ডিং টিও সাদা । সবাই সাদা পোশাক পরে আছে । ভেতর থেকে একজন চিত্‍কার করে কাঁদছে . . . । কয়েকজন দৌড়ে এসে তাকে থামাচ্ছে . . . . । আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি । সবকিছু অত্যন্ত ধীরগতিতে প্লে হচ্ছে । সামনে কয়েকজন ক্যামেরাম্যান আর সাংবাদিক । আমি মহাদেবপুরে অনেকবার তাদের দেখেছি । আমাদের এমপি আকরাম হোসেন চৌধুরীও সেখানে । সবাই দ্রুত হাটতে লাগল । সময় আমাকে নিয়ে খেলছে . . . . . । আমি চিনতে ভুল করলামনা যে গতরাতে এই বাড়িতেই আমি ছিলাম । ঘর গুলো ঠিকই আছে । তবে সেটা ছিল মাটির । আর এটি ইটের এবং সাদা । আস্তে আস্তে অনেক লোকজন এসে ভীড় জমালো । এতক্ষ উঠোনে দাঁড়িয়ে আমি সব দেখছিলাম । এবার আবার সামনে এগিয়ে গেলাম । ভীড় ঠেলে সামনে এগিয়ে গেলাম । দেখি কয়েকজন মিলে খাটিয়াতে করে একটি লাশ নিয়ে এদিকেই আসছে । আমি সরে দাঁড়ালাম । আমার সামনে এসে খাটিয়াটা উল্টে আসতে চাইছিল । আমি এগিয়ে গিয়ে খাটিয়াটা ধরলাম । কাধে তুলে নিলাম । এরপর উঠোনে গিয়ে রাখলাম । আমি কাধ থেকে নামিয়ে দেওয়ার পরও লোকজন কিছুক্ষন ধরে রাখল । এরপর তারা লাশটা রেখে দিল । আমি লাশা দেখতে চাইলাম । কিন্তু তার আগেই দেখি ও পাশ থেকে আরও একটি লাশ আনা হচ্ছে । আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম । এরপর লাশ দুটিকে পাশাপাশি রাখা হয়েছে । সবাই লাশ দুটো দেখার জন্য ঠেলাঠেলি করতে লাগল । আমিও মাথা উঁচিয়ে দেখতে গেলাম । তারপর যা দেখলাম . . . . আমি আর আমার বউ । images?q=tbn:ANd9GcSRpEVw4ZostQSNLq5k_K_ আমি তা দেখার পর কোন কথা বলতে পারিনি । চোখ বেয়ে পানি পড়েই চলেছে । এরপর আমার মস্তিস্কে কিছু ঘটনা প্লে হতে লাগল । আমি দেখলাম যা , আমার স্ত্রীর সামনে আয়নাতে পিছনে দাঁড়িয়ে থাকা একটি মুর্তি , . . . . , আমার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা . . . . আমার স্ত্রীর রুপ ধরে আমার ঘরে প্রবেশ . . . . ঘুমন্তাবস্থায় অদ্ভুত পশুর রুপ ধারন . . . . . আমাকে নির্মমভাবে রক্তাক্ত করে খামচে খামচে হত্যা . . . . . . আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ঘটনা চোখের সামনে দেখতে পেলাম । আমি চিত্‍কার দিলাম তার নামে . . . . . . একটু পর দেখলাম , আমার লাশের পাশে কে যেন কাঁদছে . . . . . . দেখলাম সাদা পোশাক পরিহিত মাথায় ঘোমটা দিয়ে আমার নতুন বউ । আমি এগিয়ে গিয়ে তার কাধে হাত রাখলাম । সে আমাকে দেখে অবাক হলাম । চোখ মুছতে মুছতে সে বলল , আমরা ইহকাল পাইনি সূর্য, পরকালও কি আমাদের নয় ? সে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলে . . . . দেখলাম লাশ গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে . . . . । . . . তখনই আমার ঘুম ভেঙ্গে যায় । এটি আজকে ভোরে দেখা [05/03/2012] আমার স্বপ্ন । এটি বানানে নয় । আমি যা দেখেছি তা হুবুহু লিখেছি । দয়া করে কেউ একে বানোয়াট মনে করবেন না । এটি কপি করলে অবশই অনুমতি নিবেন । আর কার সাথে বিয়ে হয়েছিল তার নামটা পরে বলে দিব । সবাইকে ধন্যবাদ । একজনকে কথা দিয়েছিলাম যে আজকে প্লানচ্যাট এর সম্পর্কে কিছু কথা বলার , দুঃখিত আজ তা সম্ভব হয়নি । প্রথম প্রকাশ েসােহল খান>
Share on Facebook Share on Twitter
Next
নবীনতর পোস্ট
Previous
This is the last post.
 
Top