অনেকদিন পর এক বান্ধবীর কথা মনে পড়লো। একটু আগে বাইরে গেছিলাম মোবাইলে টাকা রিচারজ করতে। হঠাৎ তার ফোন। অনেকদিন ধরে তার কোন খবর ছিলনা। আগে আমি মাঝে মধ্যে দু একটা এসএমএস দিয়ে হলেও খবর নিতাম, এখন তাও করিনা। আগে কোন প্যাঁচালে পড়লেই আমারে ফোন দিয়ে হাউমাউ শুরু করে দিত...। ,...একটু ঝাড়ি দিতে হবে... এই নাম্বার থেকে ওকে বেশ পেইন দিচ্ছে,
দেখত কে এমন করছে... !!! আজিব!! একবার ফোন দিয়ে বলে, "দোস্ত আমার এক হাজার টাকা লাগবে, অমুক জায়গা থেকে আমার একটা ড্রেস ডেলিভারি নিতে হবে... আমার হাতে টাকা ছিল, কিন্তু একটা প্রবলেমে পড়ে শেষ হয়ে গেছে। তুই প্লিজ দিতে পারবি, কয়েকদিন পর দিয়ে দেব।"
আমি বললাম, "ঠিক আছে কালকে নিস"...। , পরেরদিন এক বন্ধুর কাছ থেকে নিয়ে ম্যানেজ করে দেই। হাজার হোক মেয়ে মানুষ, কোন দিন টাকা চায়নি... না দিলে কিভাবে হয়। টাকা দিতে গিয়েও খেলাম অনেক পেইন। একবার বলে এখানে আয়, আরেকবার বলে ওখানে আয়। সে আসতেছি বলে আমারে এক ঘণ্টা দাড় করিয়ে রেখেছিল এক জায়গায়।
এরপর সেই টাকা নেয়ার জন্য এক সপ্তাহ পর সে আমাকে ফোন দেয়, কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আমি নিতে পারিনা। এভাবে আমি ব্যাস্ততার কারণে আজকে নিব কালকে নিব করে করে দুই মাস পর ওর সাথে দেখা করে টাকাটা নেই।
তার দুইমাস পর, একটা বিশেষ প্রয়োজনে আমার পাঁচ হাজার টাকার প্রয়োজন হয়।যেসব বন্ধুদের কাছ থেকে নেয়া যায় তাদের কাছ থেকে চার হাজার যোগার করেছিলাম, কিন্তু এক হাজার ঘাটতি ছিল। আমার সেই বান্ধবীটার কথা মনে হল। ভাবলাম, অনেক দিনের পুরনো বান্ধবী ওর কাছে চাইলে নিশ্চয়ই পেতে পারি। ওর প্রয়োজনে আমিও তো ওকে দিয়েছিলাম। ওর কাছে চাইতে লজ্জা নাই। দিলাম ওরে ফোন। বললাম টাকার কথা...। সে বলে, "দোস্ত আমি তো এখন পার্লারে , আমার খালাত ভাই এর এনগেজমেনট আজকে। এখন তো তোকে বলতে পারছিনা, তবে রাতে বাসায় গিয়ে তোকে অবশ্যই জানাব দিতে পারব কি না, মনেহয় ম্যানেজ করতে পারব"......... আমি সন্তুষ্ট হয়ে ফোন রেখে দিলাম। ওই মুহূর্তে ওই টাকাটা আসলেই খুব জরুরী ছিল আমার জন্য। যাইহোক, সেই রাত পার হয়ে দিনটাও পার হয়ে গেল... কিন্তু আমার সেই বান্ধবী আর ফোন দেয় না। আরে ভাই, তুই টাকা দিতে পারবিনা ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে এটা জানাতে কি প্রবলেম ছিল। ব্যাপক মেজাজ খারাপ হইসিল সেদিন...।ন, এদের মনে থাকেনা। এক সপ্তাহ পরে ফোন করে বলে, "দোস্ত সরি রে, ভুলেই গেছিলাম ফোন দিতে... আসলে আমার কাছে টাকাটাও ছিল না"
কি আজিব, সব মেয়ে বান্ধবীই কি এমন!!!!!!! কেউ কি আছেন মেয়ে বন্ধুদের দ্বারা উপকৃত হয়েছেন... নাকি আমারই কপাল খারাপ?
দেখত কে এমন করছে... !!! আজিব!! একবার ফোন দিয়ে বলে, "দোস্ত আমার এক হাজার টাকা লাগবে, অমুক জায়গা থেকে আমার একটা ড্রেস ডেলিভারি নিতে হবে... আমার হাতে টাকা ছিল, কিন্তু একটা প্রবলেমে পড়ে শেষ হয়ে গেছে। তুই প্লিজ দিতে পারবি, কয়েকদিন পর দিয়ে দেব।"
আমি বললাম, "ঠিক আছে কালকে নিস"...। , পরেরদিন এক বন্ধুর কাছ থেকে নিয়ে ম্যানেজ করে দেই। হাজার হোক মেয়ে মানুষ, কোন দিন টাকা চায়নি... না দিলে কিভাবে হয়। টাকা দিতে গিয়েও খেলাম অনেক পেইন। একবার বলে এখানে আয়, আরেকবার বলে ওখানে আয়। সে আসতেছি বলে আমারে এক ঘণ্টা দাড় করিয়ে রেখেছিল এক জায়গায়।
এরপর সেই টাকা নেয়ার জন্য এক সপ্তাহ পর সে আমাকে ফোন দেয়, কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আমি নিতে পারিনা। এভাবে আমি ব্যাস্ততার কারণে আজকে নিব কালকে নিব করে করে দুই মাস পর ওর সাথে দেখা করে টাকাটা নেই।
তার দুইমাস পর, একটা বিশেষ প্রয়োজনে আমার পাঁচ হাজার টাকার প্রয়োজন হয়।যেসব বন্ধুদের কাছ থেকে নেয়া যায় তাদের কাছ থেকে চার হাজার যোগার করেছিলাম, কিন্তু এক হাজার ঘাটতি ছিল। আমার সেই বান্ধবীটার কথা মনে হল। ভাবলাম, অনেক দিনের পুরনো বান্ধবী ওর কাছে চাইলে নিশ্চয়ই পেতে পারি। ওর প্রয়োজনে আমিও তো ওকে দিয়েছিলাম। ওর কাছে চাইতে লজ্জা নাই। দিলাম ওরে ফোন। বললাম টাকার কথা...। সে বলে, "দোস্ত আমি তো এখন পার্লারে , আমার খালাত ভাই এর এনগেজমেনট আজকে। এখন তো তোকে বলতে পারছিনা, তবে রাতে বাসায় গিয়ে তোকে অবশ্যই জানাব দিতে পারব কি না, মনেহয় ম্যানেজ করতে পারব"......... আমি সন্তুষ্ট হয়ে ফোন রেখে দিলাম। ওই মুহূর্তে ওই টাকাটা আসলেই খুব জরুরী ছিল আমার জন্য। যাইহোক, সেই রাত পার হয়ে দিনটাও পার হয়ে গেল... কিন্তু আমার সেই বান্ধবী আর ফোন দেয় না। আরে ভাই, তুই টাকা দিতে পারবিনা ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে এটা জানাতে কি প্রবলেম ছিল। ব্যাপক মেজাজ খারাপ হইসিল সেদিন...।ন, এদের মনে থাকেনা। এক সপ্তাহ পরে ফোন করে বলে, "দোস্ত সরি রে, ভুলেই গেছিলাম ফোন দিতে... আসলে আমার কাছে টাকাটাও ছিল না"
কি আজিব, সব মেয়ে বান্ধবীই কি এমন!!!!!!! কেউ কি আছেন মেয়ে বন্ধুদের দ্বারা উপকৃত হয়েছেন... নাকি আমারই কপাল খারাপ?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন