"টিপ টিপ বৃষ্টি"
___ফাল্গুনী আলম
বহুদিন পরে ধরেছি কলম
লিখতে বৃষ্টি নিয়ে,
টিপ টিপ
করে বৃষ্টি কণারা
চারিদিকে গেছে ছেঁয়ে!
কোন রূপসীর কাজল
নিয়ে সেজেছে মেঘের দল,
পেয়ারা পাতায় পানির
ধারা করে যে টলোমল!
মিডাস রাজার স্বর্ণ ছোঁয়ায়
রঙের আলো মেলে,
আকাশ আজি চমকি চমকি
বিদ্যুত দিলো ঢেলে!
ছাতার নিচে ভেজা ভেজা
গায়ে
কতো যে পথিক যায়,
বৃষ্টিরা আজ ছন্দ মেলেছে
আমার এ নিশ্চুপ কবিতায়!
1 comments:
সত্যিই অসাধারণ হয়ছে
আমাদের দুইটি সাইটে আপনি,
Comment BackLink করতে চাইলে
করতে পারেন !
আমার সাইটের নাম
www.webangali.com
www.bd-express.top
একটি মন্তব্য পোস্ট করুন