১০ম শ্রেনীতে পড়ার সময়:-
আমি বাংলা ক্লাসে বসে সামনে বেঞ্চে বসে থা
দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিলাম । মেয়েটির
নাম ইরা । ইরা ছিল আমার বেস্ট ফ্রেন্ড ।
আমি ওর দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলাম ,
মুগ্ধ হয়ে দেখলাম ওর মসৃন চুলগুলো ।
আমি ভাবতে ভালবাসি ও শুধু
আমাকে ভালবাসে ।
কিন্তু ইরা আমাকে ঐ দৃষ্টিতে দেখত
না এবং আমি সেটা জানতাম ।
ক্লাসের পরে.....
ইরার ডাকে আমার ধ্যান ভঙ্গ হল
এবং আমার কাছে ও একটি নোট চাইল।
আমি ইরাকে নোটটি দিলাম ।
ইরা আমাকে বললঃ ধন্যবাদ ।
আমি ওকে বলতে চাইলাম,
আমি ওকে জানাতে চাইলাম যে , আমি শুধুই
ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে করছিল যার
কারনে আমি বলতে পারলাম না ।
আমি জানিনা কেন!
ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময়:-
একদিন ফোন বেজে উঠল । সেটা ছিল ইরার
ফোন। ও কাঁদছিল আর বিরবির করে কিছু
বলছিল , ও বলছিল ওর ভালবাসা কিভাবে ওর
মন ভেঙ্গেছে সেই গল্প ।। ইরা আমাকে ওর
কাছে যেতে বলল কারন ও
একা থাকতে পারছিল না, আমিও গেলাম।
আমি ওর পাশে বসলাম , স্থির
দৃষ্টিতে থাকিয়ে রইলাম। ইরার
চোখদুটো ভীষন মায়াবী লাগছে , মনে হচ্ছিল
ও শুধু আমার।
ওকে নিয়ে বেশ খানিকটা সময়
ঘুরলাম....একসময় ও বলল ও
বাড়ি ফিরতে চায়,আমিও না করলাম না ।
ইরা আমার দিকে তাকাল এবং বললঃ থ্যাংকস
..আমি ওকে বলতে চেয়েছিলাম,আমি ওকেজানা
যে , আমি শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে কাজ করছিল যার
কারনে ইরাকে কিছু বলতে পারলাম
নাএবং আমি জানি না কেন ।
কলেজে শেষ বর্ষেঃ
এক চমত্কার দিনে ইরা আমার কাছে আসল ।
ইরা বললঃ "আমার সাথে আমার এক বান্ধবীর
বাসায় যেতে পারবি ? কিছু প্র্যাকটিকাল
খাতা আনতে যাব ।"
আমার কোন ব্যস্ততা ছিল না , আমি ওর
সাথে গেলাম ।আমরা প্রমিস করলাম
যদি আমাদের কোন
ব্যস্ততা না থাকে তাহলে আমরা নিয়মিত
বাইরেঘুরতে যাব শুধুমাত্র ভাল বন্ধু হিসেবে ।
সেদিন আমরা ওর বান্ধবীর
বাসা থেকে বেরিয়ে অনেক জায়গায় ঘুরলাম।
সেদিন রাতে ওকে আমি বাসায় পৌছে দিলাম ।
আমি ওর সামনের দরজায় দাড়িয়ে ছিলাম ,
স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওর দিকে।
ইরা আমারদিকে তাকিয়ে হাসল এবং উজ্জল
চোখেআমার দিকে তাকিয়ে থাকল ।
তারপর বললঃ "অনেক ভাল সময় কাটল
তোর সাথে , থ্যাংকস"
..আমি ওকে বলতে চেয়েছিলাম,আমি ওকেজানা
যে , আমি শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে কাজ করছিল যার
কারনে ইরাকে কিছু বলতে পারলাম
নাএবং আমি জানি না কেন ।
গ্রাজুয়েশনের শেষ দিন:-
একদিন গেল , এক সপ্তাহ গেল , এক মাস
গেলে , ধীরে ধীরে ভার্সিটির শেষ দিন
চলে আসল ।
ইরাকে দেখলাম , ওকে একদম পরীর মত
লাগছিল।
আমি ওকে আমার
করে পেতে চেয়েছিলামকিন্তু ও
আমাকে ওভাবে দেখেনি কখনো ।
এবং আমি এটা জানতাম ।
সবাই বাড়ি ফেরার আগে ইরা আমার
কাছে আসল,
ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল ।
আমি ওকে আমার
করে পেতে চেয়েছিলামকিন্তু ও
আমাকে ওভাবে দেখেনি কখনো ।
এবং আমি এটা জানতাম ।
সবাই বাড়ি ফেরার আগে ইরা আমার
কাছে আসল,
ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল ।
তারপর আমার কাধ থেকে ওর
মাথা সরিয়ে নিল এবং বললঃ
"তুই আমার সবথেকে ভাল বন্ধু , থ্যাংকস!"
..আমি ওকে বলতে চেয়েছিলাম,আমি ওকেজানা
যে , আমি শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে কাজ করছিল যার
কারনে ইরাকে কিছু বলতে পারলাম
নাএবং আমি জানি না কেন ।
মেয়েটির বিয়ের দিন:-
সেদিন ছিল ইরার বিয়ের দিন , আমি ওর
বিয়েতে গেলাম । ইরা অন্য
একজনকে বিয়ে করে নতুন জীবন শুরু
করতে যাচ্ছে ।
আমি ওকে আমার করে পেতে চেয়েছিলাম,
কিন্তু সে আমাকে ওভাবে দেখত
না এবং আমি তা জানতাম ।
কিন্তু স্বামীর বাড়িতে চলে যাওয়ার
আগে ইরা আমার কাছে আসল ।
এবং বললঃ তুই এসেছিস ? থ্যাংক ইউদোস্ত

..আমি ওকে বলতে চেয়েছিলাম,আমি ওকেজানা
যে , আমি শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে কাজ করছিল যার
কারনে ইরাকে কিছু বলতে পারলাম
নাএবং আমি জানি না কেন ।
অনেকদিন পর:-
অনেক বছর চলে গিয়েছে, আমি ইরার
স্মৃতি নিয়ে বেচে আছি যে ছিল আমার বেস্ট
ফ্রেন্ড ।
একদিন আমি ইরাদের বাড়িতে গেলাম , ওর
রূমেও গেলাম । ওর টেবিলের
উপরএকটি ডায়রি রাখা ছিল , হাতের
লেখাদেখে বুঝলাম ওটা ইরার লেখা ডায়রি।
কয়েক পাতা উল্টাতেই আমি যা পড়লাম
তা নিম্নরূপঃ
"আমি জিহানকে(আমার নাম) আমার
করেপেতে চাই কিন্তু ও
আমাকে ওভাবে দেখে না এবং আমি এটা জানি।
..আমি ওকে বলতে চেয়েছিলাম,আমি ওকেজানা
যে , আমি শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাই না ।
আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক
জড়তা আমার মাঝে কাজ করছিল যার
কারনে জিহানকে কিছু বলতে পারলাম
না এবং আমি জানি না কেন !
যদি ও আমাকে বলত ও আমাকে ভালবাসে !
.........অথবা যদি আমিও বলতে পারতাম!!!
তাহলে হয়ত অনেক কিছুই হত, অনেক কিছু ।
স্বপ্ন সব বাস্তব হত।ভাল থাকিস জিহান..
 
Top