পা দিয়ে ভালবাসার ক্লাশ নাইনে,
জানলাম অজ্ঞ আমি ভালবাসার বিজ্ঞানে।
খুলে বসলাম ভালবাসার হিসাববিজ্ঞান,
নইত আমি এই বিষয়ে ততটা বিদ্বান।

একটি ছেলে শিখাতে এল ভালবাসার লেনদেন,
তাতেই শুরু আমার চিরাচরিত ঘ্যান ঘ্যান।
আমার কাছে করল প্রেমপত্র দাখিল,
প্রতাখ্যান করে তা করলাম বাতিল।

অযথা আমাকে দেখিয়ে তার প্রেমের জাবেদা,
আজাইরা সময় নষ্ট করত বেহুদা।
দিতে চাইত মন জমা আমার মনের ব্যাংকে,
জমা নেইনি,ভুল ছিল তার ভালবাসার অংকে।

হৃদয়খানি ঋণ চাইলে ফিরাতাম খালি হাতে,
মনের লেনদেন করতে ইচ্ছুক না তার সাথে।
ভালবাসার হিসেব কষে করত খতিয়ান,
এটাও তার শুদ্ধ কিনা তাতে সন্দিহান।

মনের ব্যাংক একদিন তাই করে দিলাম বন্ধ,
কমার্সিয়াল ভালবাসাতে আমি বড়ই অন্ধ।
 
Top