premer kobita,সুন্দরী মেয়েদের ফটো


আমি আয়নায় মুখ দেখতে গিয়ে দেখি

তোমার মুখ,

সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই ললাট

চিবুক ও তেমনিই কাটা,

তুমি স্পর্শাতীত কৃষ্ণ প্রতিমা

নিবিড় শ্যাম উজ্জ্বল আর

দীপ্তিময়;

সেই পরিচিত প্রিয় মুখ, সৌম্য সুদর্শন

আমি যাকে আবহমানকাল ভালোবেসে এসেছি

সবুজ ঘাসের ছবির মত যেন স্থির;

কি এক রহস্যময়তা যেন ঘিরে রেখেছে তোমাকে,

ভালোবাসার আবেশ জড়ানো অথচ

ঐশ্বরিক ঐ চোখে রাজ্যের আকর্ষণ!

এরকম আর কাউকে দেখিনা

প্রকৃতির চোখে কবিতার কাজল পরিয়ে

ঝরাফুলের মত আমি ঝ’রে ঝ’রে পড়ি,

আমি তোমায় গোপনে যাই দেখে

আমার চোখেই তোমাকে যাই ছুঁয়ে;

যেন সেই আমার ভালোবাসা দিয়ে ঢাকা

আয়নাখানি।

 
Top