eye computer
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, বার্লিনের টেকক্রানসে নতুন প্রযুক্তির ট্যাবলেট কম্পিউটারটি উন্মুক্ত করা হয়।
কোপেনহেগেন ভিত্তিক কোম্পানি দি আই ট্রিবিউট এ ডিভাইসটি তৈরি করে। ধারণা করা হচ্ছে ট্যাবলেট কম্পিউটারটি কম সময়ের মধ্যে টাচস্ক্রিন ডিভাইসের জায়গাটি দখল করে নেবে আই ট্রিবিউট।
ইউএসবি থ্রি সংযোগের মাধ্যমে আই ট্রিবিউট গ্যাজেট ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনে লাগালে ডিভাইসটি হাতের আঙ্গুলের স্পর্শের পরিবর্তে চোখের ইশারায় কাজ করবে। তখন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে হাতের স্পর্শ ছাড়াই বিভিন্ন রকম মজার গেইম খেলা যাবে।
বার্লিনে টেক ক্রান্স টেকনোলজি এক্সপোতে নির্মাতা প্রতিষ্ঠানের মুখপাত্র সানি অ্যালসট্রাপ জোহানসেন বলেন, “আমরা এ প্রযুক্তিকে এমনভাবে ট্যাবলেট কম্পিউটারে স্থাপন করেছি, খুব দ্রুত ও সূক্ষভাবে এটি কাজ করে।”
আই ট্র্যাকিং ফিচারের কিছু ডিভাইস বাজারে পাওয়া গেলেও এখনও সহজলভ্য নয়। তবে, আগামী পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি হাতে হাতে পৌঁছে যাবে বলে আশা করছেন নির্মাতারা।
 
Top