শুক্রবারে হঠাৎ মনে হল কিছু একটা খাই …. কঠিন জিনিস করে খাওয়ার মত টাইম নাই । তখন সন্ধ্যা……. ভাবলাম তা-সীন তা-মীমকে ডিমের পিঠা করে দিলে মন্দ হতো না । শেষ পর্যন্ত রান্না ঘরে ডিম নিয়া ঢুকলাম । ডিম ভাজার সময় অসচেতনার কারণে ডিমটি সুন্দর ভাজা হয় নাই । গুড়ামচা হয়া গেল sad এদিকে আটা সুন্দর করে চিনি দিয়ে মিক্সড করে রেডি করছি আগেই। কিন্তু ডিমটা সুন্দর করে ভাজা না হওয়ার কারণে মনটা গেল খারাপ হয়ে । পরে কড়াইতে তেল দিয়ে ডিমটির একটু একটু টুকরো করে আটার মিক্সড এর মাঝে ডুবিয়ে ডুবিয়ে অনেকগুলো গুলগুলি তৈরী করলাম । সুন্দর কালার এবং মচমচে মিষ্টি পিঠা সবাই মজা করে খেলাম । ফেবুতে এর একটা ছবি মোবাইলে দেয়াতে সবাই শুধু রেসিপি চায় । আর জলকনা তো ছাড়লই না । রেসিপি দিতেই হবে । কি আর করা । কাল আবার সন্ধ্যায় সেই ডিম পিঠা বানানের অভিযানে নামলাম । কিন্তু এখন আর মিষ্টি নয় ঝাল…….. পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম ।

এখন আর আগের মত ভুল করলাম না । সুন্দর করে ডিম ভাজলাম…….. এবং শেষ পর্যন্ত সুন্দর ডিমের পিঠা বানানোর সাথে সাথে দেখি একজন মেহমান উপস্থিত তাছাড়া বাসায় এমনিতেই মেহমান আগে থেকেই আছেন । জেএসসি পরীক্ষার্থী আর তার মা আছেন (আমাদের কলিগের বউ আর মেয়ে । একটা ডিমের পিঠা মাত্র তিন অথবা চারজনের জন্য পরিবেশনা করা যায় ।
ভালই হইছে big_smile big_smile সে সময় মেহমান ভাবী উপস্থিত হওয়াতে । অন্তত পিঠার প্রশংসা তো পাইছি । দুই ভাবীই অনেক প্রশসংসা করেছে পিঠার yahoo yahoo । বাচ্চারাও বেশ পছন্দ করেছে । আজ বলেছে আবার বানিয়ে দিতে ।

প্যাচাল শেষ cry আইয়নযে এখন আপনাগো রেসিপির উপকরণগুলা আংগুল ধরাইয়া দেখাইয়া দেই

উপকরণ :
১। আটা/ময়দা
২। কাঁচা মরিচ পেয়াজ
৩। বিস্কিট দুইটা
৪। ডিম একটা
৫। পেয়াজ আর আদা পিষা (তিন চামচ) অথবা আন্দাজ মত
৬। একটু/সামান্য পরিমাণ হলুদ
৭। লবন/পানি/তেল সবই পরিমাণ মত । (আর একটা ইয়া বড় ডেগার/চাক্কু) ডরাইয়েন না মানুষ না পিঠা ঘ্যাচাং করণের লাইগা

১। ডিমটা ভাজলাম এমন লম্বালম্বিভাবে
ডিম পিঠা

২। আটার সাথে একটু হলুদ, লবণ, বিস্কিটের গুড়া, পেয়াজ-আদা পিষা, লবণ দিয়ে পাতলা করে মিক্সড করলাম …

ময়দা
৩। ভাজা ডিমটাকে পাতলা ময়দার ময়ানে চুবিয়ে গরম তেলে ছাড়লাম ……
ডিম



৪। ভাজা হচ্ছে ।
পিঠা ভাজা

৫। একপিট ভাজা হলে অন্যপিটে চামচ দিয়ে ময়দার গুলা ছড়িয়ে দেই
পিঠা ভাজা

৬। আবার
পিঠা

৭। আবার…… এভাবেই সবটুকু আটার ময়দা দিয়ে ঠিক এরকমই একটা পিঠা তৈরী হচ্ছে……
পিঠা

৮। তৈরী হয়ে গেল পিঠা । মাত্র আধাঘন্টার মত সময় লাগে…….
পিঠা


৯। তারপর চাকু দিয়ে কাটলাম…….. মাঝখানে ডিমটা দেখা যাচ্ছে
পিঠা

১০। নাস্তা রেডি……
পিঠা


১১। একজনের নাস্তা/কালকের মেহমানের…. : big_smile
নাস্তা

 
Top