ছেলেদের চেয়ে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ একটু আগেভাগেই শুরু হয়ে যায়। কেন হয় এমনটা? সম্প্রতি গবেষণা শেষে বিজ্ঞানীরা এর কারণ সম্পর্কে জানিয়েছেন- মস্তিষ্কের বিকাশ মেয়েদের মধ্যেই আগে শুরু হয়। তারা দেখেন, মেয়েদের ১০ বছর বয়সেই তাদের মস্তিষ্ক বিকাশের প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে ছেলেদের মধ্যে এই প্রক্রিয়া ২০ বছর বয়সের আগে শুরু হয় না।

যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির গবেষকরা জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের কোষগুলোর মধ্যকার অপ্রয়োজনীয় যোগাযোগ কমতে শুরু করে। ফলে মস্তিষ্কের ওই অংশগুলো তুলনামূলক ছোট হয়ে যায়। অন্যদিকে মস্তিষ্কের প্রয়োজনীয় অংশগুলো আরো ভালোভাবে বাড়তে থাকে এবং মস্তিষ্ক আরো কার্যকর হয়ে ওঠে।

মস্তিষ্ক বিকাশের এই প্রক্রিয়াটি ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে অনেক আগেই শুরু হয়ে যায়। চার থেকে ৪০ বছর বয়সী ১২১ জন ব্যক্তির মস্তিষ্ক স্ক্যান এবং সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা এ তথ্য জানান।
 
Top