অভিমান চলে যায় অভিমান করে
বুকের ভেতরে আরেকটা মানুষ কেবলই কেঁদে চলে
বাল্যকালের জীবন কেবলই পুতুলের জন্য
বার বার কেও নির্জন দুপুরে
একাকী ঘরে ভালবাসা চায়
অন্যজন চুপচাপ
ভেতরে শুধুই অফুরন্ত প্রদাহ
স্বপ্নালু চোখে নেমে আসে বরিষণ
ভালবাসা তুমি কি এখন অন্য কারো ?
না কি ভ্রমনে বেরিয়েছ ?
বুকে কেবলই ঘন মেঘ জমে থাকে।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন