রেললাইন ধরে শেষবারের মতো গন্তব্যহীনভাবে হাঁটছে যুবক । যুবক জানে আর একদিন পর আর কোনদিন এভাবে গন্তব্যহীনভাবে হাঁটা হবে না তার। আশেপাশের অদ্ভূত সুন্দর প্রকৃতিও আজকের পর আর কোনদিন দেখতে পারবে না সে। তবুও যুবকের মনে আজ আর কোন দুঃখ নেই। যুবক খুব ভাল করেই জানে যে, "There is a time for departure even when there is no certain place to go" - আর ঠিক এই সময়ে জীবনে একটা অনেক বড় রকমের সিদ্ধান্ত নিতে হয়। তার ঠোটের নিচে একচিলতে মৃদু হাসিই বলে দিচ্ছে যে, সে তার সিদ্ধান্তে অনেক তৃপ্ত, অনেক বেশি রকমের খুশি।


উপরের লাইনগুলো বাংলা ফিচার ফিল্ম: "অন্ধকারের গল্প" এর। এর আগে একই ফিল্মের স্টিল পিকস নিয়ে আরেকটা পোষ্ট দিয়েছিলাম।
 
Top