গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যখন রাগ
করে কথা বলা বন্ধ করে দেয় তখন খারাপ
লাগে কিন্তু যখন মা রাগ করে কথা বলা বন্ধ
করে দেয়, তখন মনে হয় জান যেন বের
হয়ে যাচ্ছে। বারবার আমরা মায়ের
সামনে গিয়ে এটা নিয়ে ওটা নিয়ে কথা বলার
চেস্টা করি কিংবা সরি বলেই হোক বা দোষ
স্বীকার করেই হোক কথা বলতেই হবে।
যদি কাজ না হয় মাথায় যেন রক্ত চরে যায়,
চিৎকার করে বলতে ইচ্ছে করে “কেন আমার
সাথে কথা বলবা না? আমার সাথে কথা বলতেই
হবে এবং এখন ই বলতে হবে” ভালবাসা এরকম
ই, অলিখিত কিছু দাবি। কথায় কথায়
বলতে হয় না ভালবাসি।
 
Top