অবশ্যই পরবেন :)
☆☆এক কৃষক এক রুটি ওয়ালার কাছে এক
পাউন্ড মাখন
বিক্রি করেছিল।
রুটিওয়ালা মাখনটা মেপে দেখল যে, সেটি এক
পাউন্ডের চেয়েও কম। রেগে গিয়ে সে কাজীর
দরবারে নালিশ
জানালো।
কাজী কৃষককে জিজ্ঞাসা করলেন কৃষক
কোনো দাঁড়িপাল্লা ব্যবহার করেছে কি-না।
কৃষক জবাব
দিলো, হুজুর আমি পুরনো দিনের লোক,
আমার
দাঁড়িপাল্লা আছে কিন্তু বাটখারা নাই।
তাহলে তুমি মাখন
মাপলে কী করে? চাষী জবাব
দিলো ঘন্টা খানেক আগেই ঐ
রুটিওয়ালার কাছ থেকে একটি এক পাউন্ড
ওজনের
রুটি কিনেছিলাম। এক পাল্লায়
রুটি উঠিয়েছিলাম অন্য
পাল্লায় মাখন। এখণ মাখন যদি ওজনে কম
হয়। তাহলে ঐ
রুটিই ওজনে কম ছিলো।
 
Top