রাত ১২টা বাজে।আমার রুমমেট তার প্রেমিকাকে কল দিল এবং কল দিয়ে বলে,
“হ্যালো, কি কর বাবা?”
ওপাশ থেকে উত্তর শোনার পর আমার রুমমেট বলে,
“তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন?”
শুরু হল রাগ-অভিমান-ঝগড়া। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত চলল সে প্রোগ্রাম।
-২
রাত ১২টা বাজে।আমার রুমমেট তার প্রেমিকাকে কল দিয়ে বলে,
“ভুল হয়ে গেছে বাবা, আর কখনও এইরকম করব না।”
শুরু হল কান্না , আহ্লাদ এর কথা। “sorry বাবা” যে কতবার বলছে,তা আল্লাহ্ ও তার প্রেমিকা জানে।
এভাবে চলে আমার রুমমেট এর রাত ১২টার পরের প্রোগ্রাম।
-৩
সারাদিনে তাদের কোন ঝগড়া নেই।মিষ্টি মিষ্টি কথা। কি খায়ছ? কতক্ষণ ধরে খায়ছ? কয় আঙ্গুল দিয়া খায়ছ।
আজব সব প্রশ্ন।

এখন আমার প্রশ্ন , ঝগড়া যদি কর, মিল করার কি দরকার,
সারারাত কেঁদে কেঁদে মাফ চাওয়ার পর, ঝগড়া করার কি দরকার?
আর তোমাদের কারণে আমার ঘুম কেন বিসর্জন দিব?
আমি বুঝিনা, প্রেমিকা যদি খুব আপন হয়,তার কাছে মাফ চাওয়ার কি আছে?
বাবা-মা কত আপন, এত ভুল করার পর আমি কোনদিন মাফ চাইনি। আর প্রতিদিন একটা মেয়ের কাছে মাফ চাওয়া, এটা কি ধরনের বিষয়।
(ভাই খুব আক্ষেপ নিয়া লিখছি। তাদের কারণে, খুব ভাল প্রস্তুতি থাকা সত্ত্বেও আমার পরীক্ষা খুব খারাপ হয়ছে।
তাই ভাই আমার আবেদন, প্রেম করেন ভাল,শুধু প্রেমিকার কথা না ভেবে, আশেপাশের মানুষের কথা একটু হলেও চিন্তা করেন।
)
 
Top