valobasar opekkha

এ ক্যামন প্রতীক্ষায় থাকি রাত্রিদিন ?
সন্ধিবিহীন ; কত 
আলাপে মুগ্ধতা রেখে অদৃশ্য হয়ে যাও তুমি । 

তবু তোমাকেই বলছি - শুদ্ধতা সুন্দর ;
যেমন প্রতিটি সন্ধ্যার ছায়ায় মিশে যাই আমরা 
নিকষ গহ্বরে বড় হতে থাকি লুকোতে লুকোতে 
বড় হতে থাকে আমাদের হৃদয়ের একরোখা হাহাকার 
ওখানে মৃত্যু 
ওখানে রাত্রি 
ওখানে স্বপ্নভঙ্গের করুণ অঙ্গুলি - অস্থির ভীষণ 
ওখানে মানুষের আত্মা আর আত্মার মানুষের মিলন 
আলোচিত সব জীবনের পরে । 

অথচ একটু খেয়াল করলেই ঝাপসা ঠোঁট 
তোমার বুকে ঘাসের গন্ধ - আকাশের নীল 
মিলেমিশে ক্যামন ভয়ঙ্কর একাকীত্ব গড়ছে 
ভিনদেশীর মতোন ক্যামন অবাক চোখ - স্থির
মুহুর্তেই পুনর্জন্মের বহুল পরিচিত কথা বলে 
দুটো স্বল্প সাহসী আত্মা - পরাজিত অবয়ব !

আমার চতুর্পাশে তোমার এক জনমের গন্ধ
পাক খেতে খেতে আমাকে একা করে ফেলে 
খুব একা - আত্মার মতো একা । 

তবু বলছি তোমাকে , শরীর পেরিয়ে দ্যাখো 
একা দুটো হাত ক্যামন শীর্ণকায় - ক্যামন অপেক্ষায় 
সহস্র অভিমান জমিয়েছে
তোমার আকাঙ্ক্ষার হাত রাখলেই এক ঝাঁক অশ্রুর মতো ফুল ফোটে ।
 
Top