sun galssডেস্কঃ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো অক্সফোর্ডের এক শিক্ষক। তিনি এমন একটি অভিনব স্মার্টগ্লাস আবিষ্কার করেছেন যা দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফেরাতে কাজ করবে।ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের শিক্ষক স্টিফেন হিকস বলেছেন, স্মার্টগ্লাস আংশিকভাবে হলেও ফিরিয়ে দিতে পারবে দৃষ্টিশক্তি। হিকসের তৈরি স্মার্টগ্লাসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনে আশার আলো হিসেবে দেখা দিতে পারে এটি।

প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক সাময়িকী ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে অনেকেই আংশিকভাবে হলেও আলো এবং বস্তুর নড়াচড়া দেখতে পান। ওই দৃষ্টিগ্রাহ্য তথ্যগুলোকেই ছবিতে রূপান্তর করবে স্মার্টগ্লাসটি।

স্মার্টগ্লাসটিতে দৃষ্টিগ্রাহ্য তথ্যগুলো সংগ্রহ করে ছবিতে পরিণত করার জন্য আছে একাধিক ক্যামেরা এবং কাছের বা দূরের বস্তুর উপস্থিতি চিহ্নিত করতে আছে ইনফ্রারেড প্রজেক্টার।

এ ছাড়াও দিক নির্দেশনা দেওয়ার জন্য আছে জাইরোস্কোপ, কম্পাস এবং জিপিএস। ক্যামেরা এবং ইনফ্রারেড প্রজেক্টার থেকে সংগ্রহ করা তথ্য স্মার্টগ্লাসটি স্বচ্ছ ওএলইডি ডিসপ্লেতে দেখাবে ছবি হিসেবে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্টগ্লাসটি বানিয়ে রয়াল সোসাইটির ব্রায়ান মার্সার অ্যাওয়ার্ড ফর ইনোভেশন পুরস্কার জিতে নিয়েছেন স্টিফেন হিকস।

 
Top