wnnus,khelar khoborইউনুসের ৮২ টেস্টের ক্যারিয়ারে আগেও ২১টি সেঞ্চুরি করেছেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান ইউনুস খান। তবে ইউনুস হারারে টেস্টের চতুর্থ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রানের যে ইনিংসটি খেলেন তা অবিংসবাদিত। কারণ, পাকিস্তান যখন টেস্টটির দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রানে তিন উইকেটে হারিয়ে থরথর কাঁপছিল, তখনই পথ দেখানো ডাবল সেঞ্চুরিটি করেন ইউনুস।
ইউনুসের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে তিনটি ছয়ের সঙ্গে ১৩টি দৃষ্টিনন্দন চারের মার ছিল। তবে শুক্রবার হারারে স্পোর্টস গ্রাউন্ড মাঠে চোখে লেগে থাকার মতো দৃশ্য ছিল- ইউনুসের ২০০ রানের ল্যান্ডমার্ক ছোঁয়ার ক্ষণটি। জিম্বাবুয়ে স্পিনার প্রসপার উতসেয়াকে ‘ড্যান্সিং বিটুইন উইকেটে’ এসে গ্যালারিতে আছড়ে ফেলে অবিস্মরণীয় দ্বি-শতকটি করেন ইউনুস।
পাকিস্তান ইউনুসের অপরাজিত দ্বি-শতকেই দ্বিতীয় ইনিংসে নয় উইকেটে ৪১৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। এর আগে সফরকারী দলটি প্রথম ইনিংসে ২৪৯ রান সংগ্রহ করেছিল। ফলে হারারে টেস্টে জিম্বাবুয়ের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪৩ রানের ল্যান্ডমার্ক।
 
Top