রণবীর কাপুরের মুক্তি প্রতিক্ষিত ‘বেশরম’ ছবির টিম একটু ভিন্ন পথেই এর প্রচারণার দিকে যেতে চাইছে। ছবির প্রচারণার জন্য এই টিম ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছে ভিন্ন ভিন্ন শহরে। তবে তাদের এই পরিকল্পনায় নাকি বিশেষভাবে নাম আছে ‘কামসূত্র’ নগরী খ্যাত পাটনার।
বিহার রাজ্যের প্রাদেশিক রাজধানী পাটনা এমনিতেই ঐতিহাসিকভাবে বিখ্যাত। গুপ্ত যুগের প্রখ্যাত হিন্দু দার্শণিক ঋষি মল্লনাগ বাৎসায়নসহ অনেক প্রখ্যাত ভারতীয় প্রাচীন কীর্তিমানের জন্মভূমি এই নগরী। বাৎসায়ন বেশি বিখ্যাত ছিলেন মানব যৌনাচার নিয়ে তার সংস্কৃত গ্রন্থ ‘কামসূত্র’ এর জন্য। যা আন্তর্জাতিকভাবেও বেশ বিখ্যাত।
মূলত কামসূত্রের কারণেই নাকি ‘বেশরম’ টিম পাটনা যাবে। দলের একটি বিশেষ সূত্র জানায়, নায়ক রণবীরসহ টিমটি পণ্ডিত বাৎসায়নের ‘কামসূত্র’ লেখার জায়গা এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখবেন। আর এতেই নাকি শুরু হবে ‘বেশরম’ এর বাণিজ্য লক্ষীর বন্দনা।
 
Top