মেয়ে-কীসে?
জীবনের কাছে
ছেলে-কী হবে এত তারাতারি? হওয়ার এখনো বয়স হয়ছে? আমার কী হবে, হলে তো তোমার হওয়ার কথা:-P
-কী? বিয়াদপ! তাহলে ওভাবে তাকিয়ে আছ কেন?
-তোমাকে দেখছি,
-আমাকে দেখার কী হল, আগে কখনো দেখনি আমাকে?
-না তা দেখেছি,
-তাহলে?
-তোমার দিকে যতই তাকায় ততই তাকাতে ইচ্ছে করে। কী যেন আমাকে টানে চুম্বকের মত। এইটানের রহস্য আমি বুঝিনা। কিন্ত যতই তাকায় ততই ভাল লাগে। এমন কী আছে তোমার মাঝে যা আমাকে টানে?:-|
-অ্যা, ঢং! আমি জানি আমি কিরকম, আমার গুণ গেয়ে আমাকেখুশি করতে হবে না।:->
-ধুর ভাল কথা বললেই দোষ। যাও আর বলবনা:->
-আরে রাগ কর কেন? আমি তো এমনি বলছি।;-)
-কী?:-@ এখন ঢং কে করতেছে? আমি জানি প্রশংসা করলে তোমার খুশি লাগে, তোমার কি, সব মেয়েরই লাগে।:-P
-কী মেয়েদের খুশি লাগ না?;-> আর তোমাদের রাগ লাগেতাইনা? আহা! কত সাধু,যাও আমার প্রশংসা করতে হবনা, আমার সাথে কথাও বলতে হবেনা,হু:->
-আরে, দেখ রাগ করছে। একটা আয়না এনে দেব? দেখ, গাল ফুলে একেবারে লাল! পুরাই টমেটো:-D, খুব সুন্দর;-)।
-যাও শয়তান:-),
-আচ্ছা গেলাম,
-তুমি না যেতে বল্লে,
-বল্লেই হল? এখন আমার সামনেথেকে যাও আর অন্য মেয়ের সাথে টাংকি মার, তা হবেনা, আমি তোমাকে একা যেতে দিচ্ছিনা,;-)-অ খোদা! মেয়েদের এত ক্ষমতা দিছ কেমনে? এক সেকেন্ডে বদলে যায়, আর এক মুখে হাজার কথা:-(।
-কী?:-@ -না কিছু না, চল,
-কোথায় যাব?
-"চল আজ হাঁটব দুজন ধরে হাত খোলা রাস্তায়, গাছের ছায়ায় মাড়াব পথ, অন্তহীন একসাথে চলার আশায়, ঘরের কার্ণিসে পাখির বাসায়, একজোড়া চড়ুই হয়ে খুনসুটি আর ভালবাসায় বাঁধব ঘর
 
Top