সুন্দরী নারীদের ফটো রূপ-রস-সুন্দর। শিল্পের তিনটি প্রধান বৈশিষ্ট্য। বর্তমানের অনেক লেখক লিখতে গিয়ে এই বিষয়গুলোকে গুরুত্ব দেন না। কারণ, তারা লেখার জন্য নয়, টাকার জন্য লিখেন। এই সাহসী কথাগুলো গ্ল্যামারাস রূপবতী টিভি নায়িকা ভাবনার। তিনি স্পষ্ট করে আরও বলেন- না, আমি কোন লেখক কিংবা লেখক সমাজকে হেয় করার জন্য কথাগুলো বলছি না। আমি বলছি ‘রূপ রস সুন্দর’ শীর্ষক একটি বিশেষ নাটকের কথা। যার চিত্রনাট্য তৈরি হয়েছে লেখকদের উদাসীনতা আর বাণিজ্যিক ভাবনার প্রতি দৃষ্টি রেখে। ভিন্নধারার এ নাটকের অন্যতম চরিত্র রূপ। এ চরিত্রটিতে অভিনয় করছেন ভাবনা। যে চরিত্রে ভাবনার রূপটাই মূলত তুলে ধরা হবে নানা অবয়বে। রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘রূপ রস সুন্দর’ নাটকের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। এ নাটকে ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, ডা. এজাজ প্রমুখ। ভাবনা বলেন, রূপ চরিত্রটি পুরোই আলাদা ধাঁচের। নাটকটি শিগগিরই সমপ্রচার হবে। দেখে ভাল লাগবে আশা করি।
 
Top