মুম্বাইয়ে সাংবাদিক ধর্ষণের ঘটনার জন্য নাকি অনেকে বিতর্কিত বলিউড নায়িকা পুনম পাণ্ডেকে দায়ি
করছে। ইন্টারনেট, ম্যাগাজিনে তার খোলামেলা ছবি দেখেই নাকি নষ্ট হচ্ছে তরুণ সমাজ। আর বেড়ে গেছে ধর্ষণের মতো নারীর প্রতি অপরাধের ঘটনা। কিছুদিন আগে মুম্বাইতে মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ছবি ‘নেশা। ছবিতে পুনম এতটাই খোলামেলা অভিনয় করেছেন যে, অনেকেই এখন বলছেন এসব ছবিই তরুণ সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।
অবশ্য পুনম এইসব অভিযোগের কিছুই পাত্তা দিচ্ছেন না। এই অভিযোগ কানে যাওয়ার পর পুনম বলেন, ‘সত্যি, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার পেছনে আমার ছবি দায়ি! দিল্লীতে নির্ভয়া ধর্ষণের ঘটনায়ও আমার বিরুদ্ধে এই ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। আমি সেই মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাই, কে আমাকে অপরাধ বেড়ে যাওয়ার জন্য যথেস্ট উত্তেজক বলে চিহ্নিত করেছে। আমি যখন ছিলাম না তখন কী নারীর বিরুদ্ধে এই ধরনের অপরাধের ঘটনা ঘটতো না।’
মানুষ নিজেদের ব্যর্থতা ঢাকতে তাকে বলির পাঁঠা বানাচ্ছে বলেও মনে করেন তিনি। পুনম আরো বলেন, ‘কেনো আমাকে সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে? আমি শুধুই একজন মেয়ে যে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নেয়ার চেষ্টা করছে। আমাকে নৈতিক পুলিশি টার্গেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন আইন শৃঙ্খলা ব্যর্থ হয় তখন সবাই দোষ চাপাতে সুবিধা জনক কোনো টার্গেটকে বেছে নেয়।’
করছে। ইন্টারনেট, ম্যাগাজিনে তার খোলামেলা ছবি দেখেই নাকি নষ্ট হচ্ছে তরুণ সমাজ। আর বেড়ে গেছে ধর্ষণের মতো নারীর প্রতি অপরাধের ঘটনা। কিছুদিন আগে মুম্বাইতে মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ছবি ‘নেশা। ছবিতে পুনম এতটাই খোলামেলা অভিনয় করেছেন যে, অনেকেই এখন বলছেন এসব ছবিই তরুণ সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।
অবশ্য পুনম এইসব অভিযোগের কিছুই পাত্তা দিচ্ছেন না। এই অভিযোগ কানে যাওয়ার পর পুনম বলেন, ‘সত্যি, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার পেছনে আমার ছবি দায়ি! দিল্লীতে নির্ভয়া ধর্ষণের ঘটনায়ও আমার বিরুদ্ধে এই ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। আমি সেই মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাই, কে আমাকে অপরাধ বেড়ে যাওয়ার জন্য যথেস্ট উত্তেজক বলে চিহ্নিত করেছে। আমি যখন ছিলাম না তখন কী নারীর বিরুদ্ধে এই ধরনের অপরাধের ঘটনা ঘটতো না।’
মানুষ নিজেদের ব্যর্থতা ঢাকতে তাকে বলির পাঁঠা বানাচ্ছে বলেও মনে করেন তিনি। পুনম আরো বলেন, ‘কেনো আমাকে সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে? আমি শুধুই একজন মেয়ে যে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নেয়ার চেষ্টা করছে। আমাকে নৈতিক পুলিশি টার্গেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন আইন শৃঙ্খলা ব্যর্থ হয় তখন সবাই দোষ চাপাতে সুবিধা জনক কোনো টার্গেটকে বেছে নেয়।’
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন