মাহে রমজান

যখন তোমার সালাত ছিল না
ছিল না কোনো হজ
ঈমান আর রোজা পূর্বেও ছিল
সবই রবেরই কাজ।
সব ইবাদতে এখনও আছে
লোক দেখানো ভাব
রমজানই শুধু দেয় ব্যতিক্রম
রবের গুণের স্বভাব।
ক্ষুধা কাম ক্রোধ রীপুর দহণে
জ্বলতে হবে জানি
তবুও তৃষ্ণার্থ পান করে না
সন্মুখে থাকা পানি।
জিভ লালানো মিষ্টি ফল আর
ফিন্নি পায়েস মধু
ক্ষুধার তাড়নায় বাঁকা হল পেট
তবুও খায় না কভু।
রহমত মাগফেরাত নাজাতের ঘোষণা
দিয়েছেন আমার রব
সেই আশায় আমি রেখেছি রোজা
পাবো আমি তারই সব।
বিলাসী জীবনে বুঝতে পেলাম
ক্ষুধার কী জ্বালাÑ
আহা! কত অনাহারী আজো এ দেশে
শূন্য ওদের থালা!
যে মুখে আমার অবিরাম চলতো
হাজারো মিথ্যার বাণী
কোন্ জনে আজ নিষেধ করলো
পড়লো মুখে ছানি!
চোখ নাক মুখ হাত পা কান
সবই আগের মতো
গোপন নিষেধের বাঁধন পড়ে
হয়েছে আজ নত।
বিবেক জানালা পড়ন্ত বিকেলে
জুড়িয়ে যায় প্রাণ
আমি সেই রবের কৃতজ্ঞতা জানাই
যিনি দিয়েছেন মাহে রমজান।
 
Top