tarinভালোবেসে তারিনকে বিয়ে করেন পীযুষ বন্দ্যোপাধ্যায়। বিশাল রিসোর্টের মালিক তিনি। তারিন তার চেয়ে বয়সে ছোট ও সুন্দরী বলে সবসময় তাকে চোখে চোখে রাখেন। কারো নজর যেন না লাগে সেজন্য কালো টিপ পরিয়ে রাখেন। একদিন রিসোর্টে আসিফ নামের এক তরুণের আগমন ঘটে। সে এই রিসোর্টে কিছুদিন থাকবে। পরিচয় হয় তারিনের সঙ্গে। তারিনকে আর আসিফকে নিয়ে পীযুষের মনে সন্দেহ দানা বাঁধে। সেই সন্দেহ থেকে সে সিসি ক্যামেরা দিয়েও তাকে ফলো করতে দ্বিধাবোধ করে না। এভাবে চলতে থাকলে একদিন তারিনের সামনে উঠে আসে কঠিন এক সত্য। কালো টিপের দাগের মতোই তার হৃদয়ে কালো দাগ হয়ে থাকে সেই সত্য।

তবে এই সত্য তারিনের বাস্তবজীবনের নয়। ‘কালো টিপ’ নামের একটি টেলিছবির গল্প তৈরি হয়েছে এভাবেই। এতে তারিনের স্বামী রহমান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়।

নাজনীন হাসান চুমকীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আসিফ। বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি।
 
Top