মানুষের চেয়ে গোয়েন্দা কাজে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে কুকুর। তাইতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বাসা-বাড়িতে কুকুর পালনের হার আগের চেয়ে বেড়ে গেছে। আর এবার নেদারল্যান্ডের পুলিশের গোয়েন্দা কাজে যোগ দিল ছোট্ট ইঁদুর ছানার দল!
পুলিশ পাঁচটি ইঁদুরকে প্রশিক্ষণ দিয়েছে। এরা গান পাউডার সনাক্ত করতে পারবে। এমনকি সমপ্রতি গান পাউডার যারা ছুঁড়বে তাদেরও শনাক্ত করার ক্ষমতা আছে এই ইঁদুরদের! ঘ্রাণ নিয়ে ইঁদুররা এই কাজ করে থাকে। ইঁদুরদের প্রশিক্ষণদাতা মনিক হ্যামারস্লাগ বলেন, মাদক, অর্থ ও শরীরের গন্ধ নিয়ে পরিচয় বলতে পারবে প্রশিক্ষণ পাওয়া পাঁচ ইঁদুর। তিনি জানান, আফ্রিকায় ল্যান্ডমাইন শনাক্তে ইঁদুরদের ব্যবহারের বিষয়টি জানার পর ইঁদুরদের কাজে লাগানোর চিন্তা তার মাথায় আসে। পুলিশের মুখপাত্র মার্কস আশা প্রকাশ করে বলেন, গোয়েন্দা কাজে এর ব্যবহার সুফল বয়ে আনবে।
- ইউপিআই
 
Top