সারিকার এক রাত


 প্রেমিকের সাথে ছাড়াছাড়ির পর মাদকে আসক্ত হয়ে পড়েন সারিকা। এরপর একদিন নেশা করে বাড়ি ফেরার পথে ভুলে অন্যের গাড়িতে চড়ে বসেন তিনি। আর তার পরেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। এসব কোন বাস্তবের ঘটনা নয়। আসছে ঈদের জন্য নির্মিত ‘তবুও রাত কেটে যায়’ শিরোনামের একটি 
সারিকার এক রাত
নাটকের কাহিনী। এই নাটকে সারিকাকে দেখা যাবে ড্রাগ আসক্ত এক মেয়ের ভূমিকায় অভিনয় করতে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না। এরই মধ্যে মিরপুর, বনানীসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।

গল্পটা এক রাতের। পিয়ার প্রেমিকের সাথে ব্রেকআপ হয়েছে। তাই সে নেশা করে ভুল করে রাতের বেলা আদির গাড়িতে উঠে বসে। পরে পিয়া যখন বুঝতে পারে, ততক্ষণে মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে তার ড্রাইভারকে ফোন দিতে পারে না।
সারিকার এক রাত
স্বাভাবিকভাবেই আদি চায় মেয়েটাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। এমনই এক কাহিনী নিয়ে নাটকটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

নাটকটি আসছে ঈদে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

 
Top