একটা প্রশ্ন অনেক আগে থেকে মাথার ভিতরে ঘুর
পাক খাই, যে খালারা খুবই ভাল হয় এবং ফুফুরা একটু (একটু ঠিক বিশেষ বিশেষ ক্ষেত্রে
অনেক বেশি) কঠোর হয়। কিন্তু কেন হয়, আমার মা কারোর খালা বা কারোর ফুফু, একই
মানুষের দ্বারা এতো পার্থক্য কিভাবে সম্ভব। অনেক ভাবার পরে একটা যুক্তিতে দাঁড়াতে
পেরেছি, যা
আমার আজকের লেখার বিষয় বস্তু।
আমার জানা মতে বিশ্বের সবচেয়ে ভাল জ্ঞান
ভাণ্ডার হলঃ
১) বই পড়া বা ব্লগ পড়া
২) ছোটদের কাছে থেকে, বড়দের কাছে থেকে,
বন্ধুদের কাছে থেকে শেখা
৩) নাটক, গান, সিনেমা দেখে
৪) এখন ইন্টারনেটও অনেক কার্যকরী
তো একটা সিনেমার গল্প দিয়েই আজ শুরু করি।
আমার দেখা কয়েকটা ভাল সিনেমা মধ্যে “বুদ্ধা হগি তেরা বাপ” ওহ জোশ একটা সিনেমা,
অমিতাভকে এতো বেশি হাইলাইট করা হয়েছে আর ডন তো ডনই। তো ওখানে অমিতাভ একটা একটা
গল্প বলেঃ “একটা চড়ুই পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, হঠাৎ সে আকাশের অনেকটা উপরের
দিকে চলে যায়, সেখানে তার বরফের সাথে ধাক্কা লাগে, তো পাখিটির খুব ঠাণ্ডা লাগে,
ঠাণ্ডা আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়, প্রায় মারা যাচ্ছে, ঐ দিক দিয়ে একটা
গরু যাচ্ছিল গরুটা চড়ুইয়ের উপরে গোবর ফেলে (পায়খানা করে দেয়), তখন চড়ুইয়ের গরম
লাগে এবং স্বস্তি পায়, কিছুক্ষণ পরে একটা শকুন ঐ দিক দিয়ে যাচ্ছিল এবং চড়ুইটি কে
গোবর থেকে বের করে আনে এবং খেয়ে ফেলে।” এখানে দুইটা শিক্ষানীয় বিষয় আছে, যে আপনার
গায়ে গোবর দিয়ে দিল তার মানে এই না যে সে আপনার শত্রু, আর যে আপনাকে সেই গোবর থেকে
বের করে বাঁচালো তার মানে এই না যে সে আপনার বন্ধু।
আশা করি কেউ আমার লেখাটাকে কেউ পার্সোনালি
নিবেন না, বিষয়বস্তুটা বুঝার চেষ্টা করুন। আমি ফুফুদের গায়ে গোবর ছিটাচ্ছি তার
মানে এই নয় যে আমি ওনাদের দেখতে পারি না, আমারও ফুফু আছে ওনাকে অনেক সম্মান করি।
আমি আমার মাকে সব থেকে ভালবাসি, উনি ওত কারোর ফুফু।
প্রসঙ্গে আসি, মায়ের পরে মায়ের কাছাকাছি
ভালবাসা যদি কারোর কাছে পাওয়া যায় তাহলে সে হচ্ছে খালা, কিন্তু ফুফু নয় কেন?
আমাদের ইসলামী আইনেও বলে মা মারা গেলে খালার কাছে বড় হবে, খালা না থাকলে ফুফুর
কাছে, কিন্তু এটা কেন? অনেকে আবার যুক্তি দেখায় যে ফুফুর সাথে জায়গা/জমি নিয়ে
ঝামেলা থাকে, এটায় যদি হয় তাহলে আমার নানা একটা, তার মেয়ে আমার মা, আর আমার মা
আমার মামাত ভাইয়ের ফুফু আর আমার খালাতো ভাইয়ের খালা, মানে আমার মা, মামা, খালা একই
সাথে বড় হয়েছে। জমি ভাগের সময় মামাতো ভাইকে না দিয়ে খালাতো ভাইকে দিয়ে দেয়। আর সবাইতো একই ভাগীদার, তাহলে আর সমস্যা কোথায়?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন