android
নিজের ভাষায় লিখতে পড়তে বলতে কারই না ভাল লাগে? কম্পিউটারে অনেক আগ থেকেই বাংলায় লেখা গেলেও মোবাইলে ততটা সহজভাবে বাংলা লেখার সুবিধা নেই। তবে ডেভেলপাররাও বসে নেই। নিরন্তর কাজ করে যাচ্ছেন নিজের ভাষাকে বিশ্বের সবার কাছে পৌছে দিতে। তারই কিছু নমুনা নিচের কীবোর্ড গুলা…
১. মায়াবী বাংলা কীবোর্ড
Android এ বাংলা লিখার জন্য সবচেয়ে জনপ্রীয় কীবোর্ড মায়াবী কীবোর্ড। কারণ এই কীবোর্ডে আপনি ফোনেটিকেলি বাংলা লিখতে পারবেন। যারা অভ্র ব্যবহার করেছেন, বলতে পারি, এটা অভ্রের Xerox কপি… ;)   তবে এটার সবচেয়ে বড় সমস্যা হল, মাঝে মাঝে নিচে Ad আসে, যা স্ক্রীনের অনেক জায়গা খেয়ে ফেলে…
এর স্ক্রীনশটঃ


মায়াবী বাংলা কীবোর্ড ডাউনলোড করুন Play store অথবা এখান থেকে…
২. রিদ্মিক কীবোর্ড
এই কীবোর্ডটাও মায়াবী কীবোর্ডের মতই, তবে এটার নিচে কোন Ad আসে না। যারা বিজয় ব্যবহার করেন, তাদের জন্যও সুব্যবস্থা আছে এই কীবোর্ডে। এর স্ক্রীনশটঃ

রিদ্মিক কীবোর্ড ডাউনলোড করুন Play store অথবা এখান থেকে…
৩. মাল্টিলিং কীবোর্ড
এই কীবোর্ডের মাধ্যমে আপনি বাংলা ছাড়াও অনেক ভাষা লিখতে পারবেন। তবে এটাতে লিখার নিয়ম একটু জটিল। এটা ব্যবহারের জন্য আপনাকে দুইটা সফটওয়ার ডাউনলোড করতে হবে। প্রথমত মাল্টিলিং কীবোর্ড এবং দ্বিতীয়ত মাল্টিলিং বাংলা প্লাগিন…
মাল্টিলিং কীবোর্ডের লিঙ্কঃ প্লে স্টোর অথবা এখান থেকে
বাংলা প্লাগিন ডাউনলোড করুন এখান থেকেঃ প্লে স্টোর অথবা এখান থেকে…
সফটওয়্যারগুলা ইন্সটল করার পর আপনার মেনুতে খুঁজে দেখুন। নিচের মত আইকন দেখতে পাবেনঃ

আইকনে ক্লিক দিলে নিচের মত আসবেঃ

সেখান থেকে প্রথমে Enable MultiLing এ ক্লিক দিন। এরপর নিচের মত আসবেঃ

সেখান থেকে MultiLing Keyboard এ ক্লিক দিয়ে OK তে ক্লিক দিন। এরপর Back বাটনে চাপ দিয়ে “Switch IME to MultiLing” এ ক্লিক দিন। তাহলে নিচের মত অপশন আসবেঃ

সেখান থেকে MultiLing Keyboard এ ক্লিক দিন। ব্যাস, কাজ শেষ। এবার আপনি যেখানে বাংলা লিখতে চান, সেখানে গিয়ে কীবোর্ডটা চেক করে দেখুন
 
Top