হট গার্ল ঝুম বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সামনের সবুজে মোড়ানো মাঠটা । বৃষ্টিটা উপেক্ষা করেই মাঠের পাশের রাস্তাটা দিয়ে দ্রুত গতিতে সাইকেল ছুটিয়ে এগিয়ে যাচ্ছে একটি ছেলে । ছেলেটার নাম অভিক । এই কলেজেরই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র । 

বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে যাওয়া চারপাশের পরিবেশটা দেখতে দেখতে সাবধানী গতিতেই এগিয়ে যাচ্ছিলো অভিক । কিন্তু , সমস্যাটা তৈরি হল আরেকটু সামনে এগোতেই । হঠাৎ করে রাস্তা পার হতে যাওয়া একটা মেয়ে অভিকের সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে যায় । সাইকেলটা কোনরকমে নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে যায় অভিক । একটু ভীতু টাইপের ছেলেরা যা করে , অভিকও ঠিক সেই কাজটাই করলো । চারপাশের পরিবেশটা ভালো করে দেখে নিলো । 
নাহ , আশেপাশে কেউ নেই । মনে মনে হাঁফ ছেড়ে বাঁচলো অভিক । আশেপাশে মানুষ থাকলে নিশ্চয় এতক্ষণে ভিড় লাগিয়ে মেয়েটার প্রতি সহানুভূতি দেখাতে এগিয়ে আসতো আর অভিককে এই সুযোগে কিছু গালিগালাজ শুনতে হতো । কে জানে , হয়তোবা থাপ্পড়ও খাওয়া হয়ে যেত । 
সাইকেল থেকে নেমে একটু ভয়ে ভয়ে অভিক মেয়েটার দিকে এগিয়ে গেলো । 
-সরি । বৃষ্টির কারণে সবকিছু একটু অস্পষ্ট লাগছিলো । তাই , আপনার রাস্তা পার হওয়াটা ভালোভাবে খেয়াল করতে পারিনি । আমি সত্যিই অনেক দুঃখিত । 
-নাহ । ঠিক আছে । আসলে দোষটা আমারই । এভাবে হঠাৎ করে রাস্তা পার হওয়াটা উচিত হয়নি । 
অভিক মনে মনে একটা কঠিন ধাক্কা খেল । সে চিন্তা করেছিল , হয়তো মেয়েটার কাছ থেকে তাকে কঠিন ঝাড়ি শুনতে হবে । কিন্তু , হল ঠিক উল্টো । 
-আপনি কি বেশি ব্যথা পেয়েছেন ? আমার হাতটা ধরে উঠে দাঁড়ান । 
মেয়েটা অভিকের দিকে হাতটা বাড়িয়ে দিলো । 
অভিক মেয়েটাকে দাড় করিয়ে রাস্তার অপর পাশ থেকে মেয়েটার হাত থেকে ছিটকে যাওয়া ছাতাটা তুলে এনে দিলো । 
-আপনি কি এই কলেজেই পড়েন ? 
-হ্যাঁ । ফার্স্ট ইয়ারে । 
-আমি অভিক । সেকেন্ড ইয়ারে পড়ি । আপনার নামটা কি জানতে পারি ?
-আমি নূপুর । 

নূপুরকে কিছুদূর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আবার সাইকেলে চেপে বসলো অভিক । কিন্তু , নূপুরের মায়াবী চেহারার সূক্ষ্ম ভাবনাটা গেঁথে গেলো অভিকের মনে । 

পরদিন সকালে কলেজে যাওয়ার পর থেকেই নূপুরের সাথে দেখা করার চিন্তাটা ঘুরপাক খাচ্ছিলো অভিকের মাথায় । 
টিফিন পিরিয়ডে ২য় তলায় মেয়েদের সেকশনের সামনে কিছুক্ষন হাঁটাহাঁটি করার পরও যখন নূপুরের দেখা পাওয়া গেলো না , তখন কিছুটা হতাশ হয়েই ফিরে আসছিলো অভিক । হঠাৎ সিঁড়ির দিকের একটা কোণে চোখ আঁটকে যায় অভিকের । হাতে একটা কাগজ আর একটা কলম নিয়ে দাঁড়িয়ে আছে নূপুর । আনমনা হয়ে কি যেন লিখছে কাগজটাতে । কিন্তু , ক্লাসের ঘণ্টা বেজে ওঠার কারণে কাগজটা ওইখানে রেখেই দৌড়ে চলে যায় মায়াবী চেহারার মেয়েটা । 

কিছুটা কৌতূহলী মন নিয়ে কাগজটার দিয়ে এগিয়ে যায় অভিক । তারপর কাগজটা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলো : 
তুমি লহ নাই ভালবাসিবার দায়,
দু'হাতে শুধুই কুড়িয়েছ ঝরা ফুল।
-(নির্মলেন্দু গুন)

মেয়েটা কি তাহলে কবিতা পড়তে অনেক বেশি পছন্দ করে ? আপন মনেই নিজেকে প্রশ্নটা করে বসলো অভিক ...... 
সেদিনের পর থেকে অভিকের মনে শুধুমাত্র একটি চিন্তাই খেলা করতো । আর তা হল , কীভাবে কবিতা লেখা যায় ...... 

অভিক প্রতিদিনই টিফিন পিরিয়ডে আড়াল থেকে নূপুরকে দেখতো আর ওকে দেখে কবিতা লিখতে চেষ্টা করতো । কিন্তু , কবি হওয়া তো আর সহজ কোন কাজ না । তবুও , মেয়েটাকে ইমপ্রেস করার জন্য কবি হওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলো অভিক । প্রতিদিনই ‘নূপুর’ নামের সাথে ছন্দ মিলিয়ে ২-৩ লাইনের কবিতা লিখে ফেলতো অভিক । শেষপর্যন্ত যা হবার তাই হয় । মানে ফলাফল জিরো । মন মতো না হওয়ার কারণে নিজের হাতেই কলেজের ময়লা ফেলার ঝুড়িতে কবিতাগুলো বিসর্জন দিতে হতো অভিককে । 
এভাবেই দেখতে দেখতে কেটে যায় ১টি বছর । মায়াবী চেহারার নূপুরের প্রতি অভিকের মনের আকুলতা মনের মাঝেই থেকে যায় । আকুলতাটা চেপে রেখেই কলেজ লাইফ কমপ্লিট করে সিলেট মেডিকেল কলেজে চলে যায় অভিক । 

কেটে যায় আরও একটি বছর । অভিক তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে । একদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়ার এক পর্যায়ে হঠাৎ একটা মেয়েকে দেখে চমকে ওঠে অভিক । মেয়েটিকে দেখে নিজের চোখকে বিশ্বাস কিছুতেই করাতে পারছিলো না । কারণ , মেয়েটি ছিল নূপুর । একমুহূর্ত দেরী না করে পুরনো আকুলতা আর কিছু সাহসকে সঙ্গী করে নূপুরের দিকে এগিয়ে যায় অভিক । 
-তুমি এইখানে ? আমাকে চিনতে পেরেছ ? 
-হ্যাঁ । চিনতে পেরেছি । আপনার সাথে আমার কলেজে থাকতে একবার দেখা হয়েছিলো । সাইকেল এক্সিডেন্ট ...... 
অভিক মনে মনে আবারও একটা ধাক্কা খেল । সে ভেবেছিল , মেয়েটার হয়তো কিছুই মনে নাই ...... 
-তুমি কি এই কলেজেই ভর্তি হয়েছ ? 
-আপনার কি মনে হয় , আমি ঘুরতে এসেছি ? 
-নাহ । তা হবে কেন ...... এমনি জিজ্ঞেস করলাম । ( একটু লজ্জিত কণ্ঠস্বরে ) 
নূপুর চলে যাওয়ার পর অভিক মনে মনে একটা আনন্দের দীর্ঘশ্বাস ছাড়ল । চিন্তা করলো , এইবার যেভাবেই হোক মেয়েটাকে তার ভালোবাসার ফাঁদে আটকাতে হবে ...... 

৩ মাস যাওয়ার পর আবারও বাঁধার সম্মুখীন হল অভিক । ভেবেছিলো নূপুরকে তার মনের সব আকুলতা খুলে বলবে । কিন্তু , সেই আশায় গুড়ে-বালি । শুভ্র নামের একটা ছেলের সাথে নূপুর সবসময় ঘুরে বেড়াতো । ব্যাপারটা একদমই সহ্য করতে পারছিলো না অভিক । শেষে কোন উপায় না পেয়ে একদিন সরাসরি নূপুরকে ডেকে বসলো : 
-তোমার সাথে আমার কিছু কথা আছে । 
-বলেন ।
-এইখানে না । আজ বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের পাশে আমি তোমার জন্য অপেক্ষা করবো । তুমি আসবে । 
-আপনি বললেই আমাকে কেন যেতে হবে ? 
-একদম কথা বলবে না । আমি তোমার সিনিয়র । যা বলছি , তাই করবা । 
কথাগুলো বলে অভিক দ্রুত চলে গেলো । 

বিকাল ৪ টা । 
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের পাশে বসে আছে অভিক । গায়ে লাল রঙের একটা পাঞ্জাবী । এই শীতের মাঝে পাঞ্জাবী পড়ে আসার ব্যাপারটা অভিকের নিজের কাছেই অচেনা । 
আস্তে আস্তে হেঁটে আসছে নূপুর । এসে অভিকের সামনে দাঁড়ালো । 
-বলেন । কি বলবেন ...... 
-ওই ছাগলটার সাথে তোমাকে মোটেই মানায় না । 
-ছাগল মানে ? 
-যার সাথে প্রতিদিন ঘুরে বেড়াও , আমি তার কথাই বলছি । 
-তাহলে কার সাথে মানায় ? আপনার সাথে ?
-হ্যাঁ । আমার সাথেই তোমাকে মানায় । ( একটু রাগী ভাষায় ) 
-কিন্তু , আপনি নিজেও তো একটা ছাগল । 
-মানে ? 
-একটা মেয়েকে ভালোবাসেন । কিন্তু , কখনও সেটা বলতে পারেন নাই । তাহলে আপনাকে ছাগল বলব না তো কি বলব ...... 
-আমিতো তোমার কথা কিছুই বুঝতে পারছি না । 
-টিফিন পিরিয়ডে লুকিয়ে লুকিয়ে দেখা , কবিতা লেখা এইগুলার মানে কি ? 
-তু তু তুমি জানো কীভাবে ? 
নূপুর তার হ্যান্ড ব্যাগ থেকে প্রায় ১৫-২০টা কাগজ বের করে আনল । এই কাগজগুলোর লেখা চিনতে পারছেন ? 
-হ্যাঁ । আমার লেখা । তুমি পেলে কীভাবে ? 
-আপনি আসলেই একটা ছাগল । কলেজে থাকাকালীন প্রতিদিন আপনি আমার ক্লাসরুমের সামনে ঘুরঘুর করতেন । একদিন দেখলাম , কাগজে কি লিখে আমার ক্লাসরুমের সামনের ঝুড়িটাতে তা ফেলে দিচ্ছেন । তারপর থেকে প্রতিদিনই একই কাজ করতেন । আর আমি কাগজগুলো তুলে নিয়ে লেখাগুলো পড়তাম । কিন্তু , লেখাগুলো পড়ে চরম বিরক্ত হতাম । কারণ , আমার নাম ব্যাবহার করে আপনি এত ফাউল ফাউল কবিতা লিখতেন যা বলার মতো না । যেমন , আপনার ২ লাইনের একটা কবিতা পড়ে শোনাই : 
‘নূপুর বাজে , 
মনের কোণে’ ...... 
এইটা কোন কবিতা হল ? 
তবুও , আমার নাম দিয়ে লিখতে চেষ্টা করেছেন । তাই ,আমি ধন্য । ও , আরেকটা কথা । আমি রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছিলাম । কিন্তু , কোন এক ছাগলের কথা চিন্তা করে মাইগ্রেশন করে সিলেটে চলে আসছি । ছাগলটার কবিতাগুলো কমপ্লিট করে দেয়ার জন্যই এই প্রচেষ্টা । 
-তাহলে , ওই ছাগল মার্কা ছেলেটার সাথে ঘোরাঘুরি করো কেন ? 
-আপনাকে রাগানোর জন্য । যদি না রাগাতাম তাহলে তো আর আজকের মতো সাহস করে আমাকে ডাকতে পারতেন না ...... তাই না ? 
বোকার মতো কিছুক্ষন নূপুরের দিকে তাকিয়ে থেকে তারপর নিজের হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলো অভিক । 
-আমি কি তোমার হাতটা ধরতে পারি ? 
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির স্পর্শে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলো অভিক । সে বসে আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের পাশে । পরনে লাল রঙের একটা পাঞ্জাবী । 

৮ বছর আগে ঠিক এই জায়গাটাতেই নূপুরকে প্রপোজ করেছিলো অভিক । সেই স্মৃতিটা মনে হলে এখনও শিহরণ জেগে ওঠে । পুরনো স্মৃতিগুলো মনে করে এতক্ষন অপেক্ষার প্রহরগুলো গুনে যাচ্ছিলো অভিক । 

আজ নূপুর আর অভিকের প্রথম বিবাহ বার্ষিকী । 
৮ বছর আগে এই জায়গাতে অভিক যখন নূপুরকে প্রপোজ করেছিলো , তখন ওরা একটা সিদ্ধান্ত নিয়েছিলো । সিদ্ধান্তটা ছিল , ওদের প্রথম বিবাহ বার্ষিকী এই বাস্কেটবল মাঠের পাশেই সেলিব্রেট করতে হবে । 
গুটি গুটি পায়ে হেঁটে আসছে নূপুর । এসে বসলো অভিকের পাশের জায়গাটাতে । তারপর অভিকের হাতটা আন্তরিকভাবে জড়িয়ে ধরে বললো : 
-তোমাকে আমি কত ভালোবাসি , সেটা কি তুমি জানো ? 
মুগ্ধ চোখে নূপুরের দিকে তাকায় অভিক । 
-হুম । জানি । 
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা তখনও অবিরাম ঝরেই যাচ্ছে । আর সেই বৃষ্টিটাতে ভিজে একাকার হচ্ছে লাল পাঞ্জাবী পরা একটি ছেলে আর লাল শাড়ি পরা একটি মেয়ে । 
হঠাৎ মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠে : 
-তোমাকে যে একটা কবিতা লিখতে বলেছিলাম , লিখেছ ? 
-হ্যাঁ । লিখেছি তো ।
-তাহলে পড়ে শোনাও । 
-‘নূপুর বাজে , 
মনের কোণে’ । 

ছেলেটার এই দুই লাইনের কবিতাটা শুনে শব্দ করে হেসে ওঠে মেয়েটা । গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শব্দের সাথে মেয়েটার হাসির শব্দ মিশে একাকার হয়ে ভেসে বেড়ায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে।


 
Top