facebookচাইলেই এখন আর ফেসবুক থেকে নিজেকে সরিয়ে রাখা যাবে না। এতদিন প্রাইভেসি ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজেকে সার্চ থেকে সরিয়ে রাখতে পারলেও ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের সুবিধা তুলে দিতে যাচ্ছে।

ম্যাশেবল নামে একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে আগে অনেককে খুঁজে পাওয়া যেত না। প্রাইভেসি অপশনে এজন্য বিশেষ একটি অপশন জুড়ে দেয়া ছিল। কিন্তু এখন থেকে সেই অপশনটি তুলে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।

তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পোস্টগুলো কারা কারা দেখতে পারবেন তা নির্ধারণ দিতে পারবেন। যে সুবিধাটি এখনও পাচ্ছেন ব্যবহারকারীরা।

বর্তমানে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। এর মধ্যে খুব কম লোকই নিজেকে লুকিয়ে রাখার অপশনটি ব্যবহার করেছেন।
 
Top