ভয়

মানুষ চোর, ডাকাত, সন্ত্রাসী কিংবা ভয়ঙ্কর কোনো প্রাণীর ভয়ে ভীত হয়ে পড়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্টয়েট শহরের বাসিন্দারা একটি বিড়ালে ভয়ে ভীত। বাসিন্দা-দের মতে, এটা কোনো সাধারণ বিড়াল নয়। তাই এত ভয়!

মোটরগাড়ির শহর ডেট্টয়েটের বাসিন্দা পল হ্যাটলি (১৪) কিছুদিন আগে ওই বিড়ালটিকে চিহ্নিত করে। সে জানায়, এটি সাধারণ কোনো বিড়াল নয়। কারণ এর উচ্চতা চার ফুট। অন্যান্য বিড়াল হয়তো তার লেজের সমান হবে। সাধারণ বিড়ালের মতো এটা দৌঁড়ায় না। প্রাণীটি দেখলেই ভয় লাগে বলে জানায় হ্যাটলি। বিড়ালটি বন থেকে এসেছে না কারো পোষ্য সেই বিষয়ে এলাকাবাসী স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। এই ধরণের বিড়াল হাল আমলে দেখা যায় না। হাজার বছর আগে আফ্রিকায় এ ধরনের বিড়াল দেখা গেছে।- ইউপিআই
 
Top