kiss

জ্যামিতি অনুসারে… “Kiss হচ্ছে দুইটা ঠোঁট এর ন্যূনতম দূরত্ব!!” 
ইকোনমিক্সঃ “Kiss হচ্ছে এমন একটা জিনিশ যার চাহিদা সব সময় যোগান অপেক্ষা বেশি থাকে.... 
ফিজিক্সঃ “এটা হচ্ছে মানব দেহকে চার্জ করার পদ্ধতি” 
কম্পিউটারঃ “ দুইটা দেহ একটা আরেকটা এর সাথে সংযুক্ত ! থাকে কোন ডাটা ক্যাবল ছাড়াই!!”... 
টাংকিবাজদের/ রোমিওদের মতেঃ “Kiss এমন একটা জিনিস যা খাইতেও মজা আবার খাওয়াইতেও মজাই মজা!!” 
রসায়নঃ “দুটি মৌলের পারস্পারিক অবস্থানের ফলে উত্পন্ন ইলেকট্রন আদান এবং প্রদান”... 
একাউন্টিং: “দুটি ঠোঁটের ডেবিট ক্রেডিট!!!”... 
যুক্তি বিদ্যাঃপ্রকৃতির নিয়মানু বর্তিতা নীতি এবং কার্যকরন নীয়মের উপর ভিত্তি করে দুই ভিন্ন ব্যাক্তিস্বত্তার একটি বিশেষ অঙ্গের (সাধারণত ঠোট)এর মিশ্রনকে Kiss বলে অভিহিত করা হয় । 
লুলবিদ্যাঃ Kiss হচ্ছে বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে ক্ষুদ্রতম পূর্ব প্রস্তুতি বিশিষ্ট সিরিয়াল কিসার এমরান হাসমির মতে “আমার ফ্লিমে যেই সিন দশবার করে দেখানো হয় সেটাই কিস”
 
Top