ভারতের তামিলনাড়ু প্রদেশের নীলগিরি পাহাড়ের কাছের ছোটশহর কোটাগিরিতে
এক মারাত্নক ঘটনা ঘটেছে।
কোটাগিরি শহরেরে উপশহর বহরাতে একটি গরু বাচ্চা প্রসব করেছে। ভারতীয় একটিসংকর জাতের গাভীর বাচ্চাটি নামের কারনে আলোচিত। জায়গাটা তামিলনাড়ুতে হলেও ওখানে মূল জনস্রোতের তামিলভাষী মানুষ ছাড়াও অনেক পাহাড়ী উপজাতির মানুষ থাকেন ৷ বাগাডা উপজাতির ডি দেজিং গুরুজনের পালিত গরু একটি বাচ্চা প্রসব করে। তিনি বাচ্চাটার নাম রেখেছেন সানি লিওন।ডি দেজিং বলেন, ভারতের ও দুরনিয়ার সভ্য মানুষরা আমাদেরকে উপজাতি ও বর্বরদের বলে উপহাস করেন। আমি নিজের আধুনিকতার পরিচয় দিতে ভারতের এখনকার হিট নায়িকা সানি লিওনের নাম রেখেছি। আমার গরু সানি লিওনও জাতে নারী গরু। তার গঠনের সাথে সানি লিওনের মিল আছে। তাকে আমি বিক্রি না করে বিখ্যাত গরু বানাবো। আর সানি লিওন এ এলাকাতে বেশ জনপ্রিয় নাম।
তিনি বলেন, জন্ম নেয়া বাছুড়টির দেহের গঠন বলিষ্ঠ, পা লম্বা। গায়ের রং সাদা ও লাল বর্ণের৷
ডি দেজিং এর স্ত্রী নী অজং বলেন, গরুর বাচ্চাটি নাদুসনুদুস ও দেখতে অনেক সুন্দর হওয়ায় আমার স্বামী এর নাম রাখেন সানি লিওন।
ব্যতিক্রমি এ নাম রাখায় বাছুরটি দেখতে বিভিন্নঅঞ্চল থেকে উৎসুক জনতা ডি দেজিং গুরুজনের বাড়িতে ভিড় জমিয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ু ভারতীয় প্রজাতন্ত্রের ২৮টি রাজ্যের অন্যতম। এই রাজ্যের রাজধানী চেন্নাই (পূর্বতন মাদ্রাজ)। তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত। এই রাজ্যের সীমানায় পুদুচেরি, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ অবস্থিত। তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট, পশ্চিম সীমায় নীলগিরি, আন্নামালাই পর্বত ও পালাক্কাদ, পূর্ব সীমায় বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর ও পক প্রণালী এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।আয়তনের বিচারে তামিলনাড়ু ভারতের একাদশ (এই রাজ্যের আয়তন গ্রিসের সমান) এবং জনসংখ্যার বিচারে সপ্তম বৃহত্তম ।তামিলনাড়ু প্রাকৃতিক সম্পদ, দ্রাবিড় স্থাপত্যের বিশালাকার হিন্দু মন্দির, শৈলশহর, সমুদ্র সৈকত, বিভিন্ন ধর্মের তীর্থস্থানে পরিপূর্ণ। এই রাজ্যে আটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
ভারতের সর্বাধিক সংখ্যক বাণিজ্যিক সংস্থা (১০.৫৬%) এই রাজ্যে অবস্থিত।সেই এলাকার একটি গরুর নাম সানি লিওন রাখাতে স্থানীয় কয়েকটি পত্রিকা সচিত্র প্রতিবেদন করেছে।
কোটাগিরি শহরেরে উপশহর বহরাতে একটি গরু বাচ্চা প্রসব করেছে। ভারতীয় একটিসংকর জাতের গাভীর বাচ্চাটি নামের কারনে আলোচিত। জায়গাটা তামিলনাড়ুতে হলেও ওখানে মূল জনস্রোতের তামিলভাষী মানুষ ছাড়াও অনেক পাহাড়ী উপজাতির মানুষ থাকেন ৷ বাগাডা উপজাতির ডি দেজিং গুরুজনের পালিত গরু একটি বাচ্চা প্রসব করে। তিনি বাচ্চাটার নাম রেখেছেন সানি লিওন।ডি দেজিং বলেন, ভারতের ও দুরনিয়ার সভ্য মানুষরা আমাদেরকে উপজাতি ও বর্বরদের বলে উপহাস করেন। আমি নিজের আধুনিকতার পরিচয় দিতে ভারতের এখনকার হিট নায়িকা সানি লিওনের নাম রেখেছি। আমার গরু সানি লিওনও জাতে নারী গরু। তার গঠনের সাথে সানি লিওনের মিল আছে। তাকে আমি বিক্রি না করে বিখ্যাত গরু বানাবো। আর সানি লিওন এ এলাকাতে বেশ জনপ্রিয় নাম।
তিনি বলেন, জন্ম নেয়া বাছুড়টির দেহের গঠন বলিষ্ঠ, পা লম্বা। গায়ের রং সাদা ও লাল বর্ণের৷
মাথা ও মুখ লম্বা ও সরু, গলা লম্বা, কপাল চ্যাপ্টা, চোখ বড় বড় এবং
উজ্জ্বল৷আর মা গাভিাটির ওলান সামনের ও পিছনের দিকে প্রশস্ত ৷ সানি লিওন বড়
হলে মায়ের এসব বৈশিষ্ট পাবে। এ জাতের গরু কৃষি কাজ, ভারবহন ও দুধের জন্য
বিশেষ উপযোগী৷ একটি গাভী প্রতি বিয়ানে ঌ১০-১৩৬৪ লিটার এবং গড়ে সর্বোচ্চ
৩৮৩০ লিটার দুধ দেয়৷ আমি আশা করি এ গরু আমার ভাগ্য ফেরাবে। আর সভ্য
মানুষরা ভাবতে তাদের প্রিয় নায়িকার নামে গরু আদিবাসীদেরও আছে।
ব্যতিক্রমি এ নাম রাখায় বাছুরটি দেখতে বিভিন্নঅঞ্চল থেকে উৎসুক জনতা ডি দেজিং গুরুজনের বাড়িতে ভিড় জমিয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ু ভারতীয় প্রজাতন্ত্রের ২৮টি রাজ্যের অন্যতম। এই রাজ্যের রাজধানী চেন্নাই (পূর্বতন মাদ্রাজ)। তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত। এই রাজ্যের সীমানায় পুদুচেরি, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ অবস্থিত। তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট, পশ্চিম সীমায় নীলগিরি, আন্নামালাই পর্বত ও পালাক্কাদ, পূর্ব সীমায় বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর ও পক প্রণালী এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।আয়তনের বিচারে তামিলনাড়ু ভারতের একাদশ (এই রাজ্যের আয়তন গ্রিসের সমান) এবং জনসংখ্যার বিচারে সপ্তম বৃহত্তম ।তামিলনাড়ু প্রাকৃতিক সম্পদ, দ্রাবিড় স্থাপত্যের বিশালাকার হিন্দু মন্দির, শৈলশহর, সমুদ্র সৈকত, বিভিন্ন ধর্মের তীর্থস্থানে পরিপূর্ণ। এই রাজ্যে আটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
ভারতের সর্বাধিক সংখ্যক বাণিজ্যিক সংস্থা (১০.৫৬%) এই রাজ্যে অবস্থিত।সেই এলাকার একটি গরুর নাম সানি লিওন রাখাতে স্থানীয় কয়েকটি পত্রিকা সচিত্র প্রতিবেদন করেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন