Love story

আমার দুঃখগুলো 
পার ভাঙ্গা নদীর ঢেউয়ের মতো
আমার বুকের মাঝে আছড়ে পড়ে। 
কষ্টগুলো প্রাপক বিহীন চিঠির মতো
ঠিকানা হারিয়ে নিঃশব্দে নীরবে
আমার কাছে বার বার ফিরে আসে। 
দখিন জানালার ওপারের মেয়েটি
কবে যে আমার হৃদয়ে 
ভালোবাসার বসত গড়েছিল, আজ তা ঠিক মনে নেই
কতো বিশ্ব সুন্দরী চোখের নদী সাতরিয়ে পারি দিয়েছে
কাউকেই কোনদিন ভুলেও মনে রাখিনি
শুধু বিশেষ একজন্ ছাড়া, কাউকেই না 
যার গোলাপি ঠোঁটের হাসিতে আজও সুখ খুঁজে ফিরি
যার কাজল চোখের নদীতে আমি সাঁতার কাটি অহর্নিশ।

এই শহরের কোন এক আলো জ্বল মল সন্ধ্যায়
সাত রঙে জীবন রাঙিয়ে আমার একলা পাখি আমাকে একা করে
নীল আকাশে মেঘের ভেলায় নতুন ঠিকানা গড়েছিল।

কোন এক কাল বৈশাখীর ঝরে আমার একলা পাখি ডানা ভেঙে
আবার বাসা বাঁধলো আমার দখিন জানালায়। 

প্রিয়ার কাজল কালো স্বচ্ছ জলের নদীতে আজ ধূধূ বালুচর
শরতের নীল আকাশের মতো বিশুদ্ধ হাসিটায় 
শ্রাবণের ধূসর কালো মেঘ জমেছে। 
তবু আজও ঠিক আগের মতোই লালন করি তাকে
ভালোবাসার বসত বাড়ি বানাই স্বপ্নিল বুননে
তবু যে কথা আজও বলা হয়নি, আজও তোমায় ভীষণ ভালোবাসি।
 
Top