পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই...
হয়তো এই টাই ঠিক যে –
“নিজের সন্তানই আপনার না”... আর কিছুর কথা নাই বা বলি!!
পরকে আপন ভাবতে যাওয়া আরো বেশী ঠিক না...
কথায় বলে বল বল নিজের বল ,
সেই “গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধনের ন্যায়”......
নিজের প্রয়োজনে নিকট কারো সাহায্য আশা করা মোটেও ঠিক না ......।।
তাতে সাহায্য পাবার সম্ভাবনা খুব কম... বরং সম্পর্ক নষ্ট হয় !!!
সবাই তার নিকট জনকে ভালবাসার খুব সুন্দর অভিনয় করে ......... এটা ছলনার এক নামান্তর মাত্র......
তোমার সুসময়ে তুমি যদি কারো বাসায় যাও – “তার কাছে টাকা না থাকলে সে ঋণ করে এনে তোমাকে উপাদেয় খাবার পরিবেশন করবে !”
তোমার দুঃসময়ে তুমি যদি কারো বাসায় যাও – “তার কাছে যতই টাকা থাক, সে তোমাকে দূর করে দিবে !”
জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য। সময় ও সম্ভাবনা নিয়তির সূতায় বাঁধা, এ বাঁধনে নিজেকে বন্দি করেই বাঁচতে হয়। জগতে কোন কিছুই আপনার নয়! এমনকি নিজের প্রাণটাও না। প্রাণ হলো তোমার নিকট বিধাতার দান। মিথ্যে মরীচিকার পিছে ছুটে শুধুই আমরা ক্লান্ত হই। পাপের বোঝা বাড়াই।
ভালোবাসার ক্ষুধা আর পেটের ক্ষুধার মাঝে পার্থক্য হলো... প্রথমটা ছাড়া জীবন সঙ্গিন আর দ্বিত্বয়টা ছাড়া জীবন অচল !! হয়তো দুজনার যূদ্ধে ক্ষুধারই জয় হয়। তবু প্রথমটিকে না পাবার দুঃখে মানুষ অধিক ব্যাকুল হয়। ক্ষুধার কষ্ট যে কোনও খাবারে নিবৃত করা যায়, কিন্ত ভালোবাসার ক্ষুধা যে কাউকে দিয়ে মেটে না।
তবে কাউকে ভালোবেসে কষ্ট পাবার চেয়ে কাউকে না ভালবাসতে পারাই হয়তো শ্রেয়। ভুল মানুষকে কখনো নিজের মনে বসাতে হয় না।
সেই ভুল মানুষটির সাথে সম্পর্ক যাই হোক না কেন। যে তোমার মনকে বোঝে না.........তার সাথে মিছে বন্ধনে না জড়ানই উত্তম!
কখনো কারো কাছে মুখ ফুটে কিছু চাইতে নেই। তাতে অপমান আর লাঞ্ছনা বাড়ে। তার চেয়ে ভেবে নেয়া ভালো... “যা কোনদিন তোমার হবার, তা একদিন তোমার হবেই!” প্রাণ হারানো হয়তো মান হারানোর চাইতে ভালো। নিজের সাথে কখনো আপোষ করো না...।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন