তুমি আমার জীবনের গান
আমার প্রানের পাখি
ইচ্ছে করে মনের খাচায়
লুকিয়ে তোমায় রাখি ।
তুমি আমার জীবন খতায়
মনের একটুকরো পাতা
তোমায় কাছে প্রেরনা পেয়েই
গড়েছি গানের খাতা ।
তুমি আমার জ্যোৎস্না স্নাত
নীরব সন্ধ্যা বেলা
তুমি আমার এক নিশীতে
আঁকাশে তারার মেলা ।
তুমি আমার স্বপ্নে পাওয়া
মধুর কোন ভোর
তোমার পরশ সৃষ্টি করে
ভালোবাসার এক অসীম আদর ।
তোমার কন্ঠ শুনলে ভাবি
যেন কোকিলের কন্ঠে গান
বসন্তে যার মধুর সুরে
হারিয়ে যায় মন প্রাণ ।
দীঘল কালো চুল যে তোমার
মায়া জাগানো আঁখি
দু’চোখ বন্ধ করলে আমার
তোমায় শুধু দেখি ।
তুমি আমার সকাল বেলার
মিষ্টি কোন পাখি
মধুর কন্ঠে গান শুনে যার
খুলি আমার আঁখি ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন